তারিখ : ১৭ মে ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ঠাণ্ডায় মরে যাচি বারে

ঠাণ্ডায় মরে যাচি বারে
[ভালুকা ডট কম : ২৬ ডিসেম্বর]
‘‘ঠাণ্ডায় মরে যাচি বারে, গেল বছর বিনা ভোটে বলে বাবলু হুইপ হল? এবার তো ভোট নাই। মিম্বার, চিয়ারমেনরাও হামাকরে খোঁঝ-খবর লিবার নাই’’। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলা সদর নজিপুর পৌর এলাকার আলহেরা পাড়ায় একমুঠো ভিক্ষার জন্য বাড়ি বাড়ি যাওয়ার পথে এভাবেই একটা কম্বল বা গরম কাপড়ের জন্য আক্ষেপ করে উক্ত কথাগুলো বলছিলেন- উপজেলার রঘুনাথপুর গ্রামের ভিক্ষুক খোতেজা বেওয়া (৫৫)।

জানা যায়, গত ৫ই জানুয়ারি ধামইরহাট-পত্নীতলা আসনে কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় শহিদুজ্জামান সরকার বিনা ভোটে এমপি ও জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হন। তাই নেতাকর্মীরা ভোটারদের দ্বারে-দ্বারে ভোট চাওয়ার জন্য আসতে হয়নি। এই শীত মৌসুমে কোন নেতাকর্মীদের শীত বস্ত্র বিতরণের খবর পাওয়া যায়নি। গত তিন/চার দিন ধরে শৈত্য প্রবাহের ফলে এলাকায় খেটে খাওয়া নিু আয়ের মানুষের শীতের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন। এমতাবস্থায় দুঃস্থ মানুষগুলো একটা গরম কাপড়ের জন্য চেয়ে আছে সরকারি-বেসরকারি কিংবা সমাজের বিত্তবান মানুষের আশায়। জানা গেছে, এখন পর্যন্ত সরকারি ভাবে কোন শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়নি।




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই