তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

বুধবার গাজীপুরে জামায়াতের হরতাল আহ্বান

পেট্রোল বোমাসহ গাজীপুর জেলা জামায়াত আমীর গ্রেপ্তার
বুধবার গাজীপুরে জামায়াতের হরতাল আহ্বান
[ভালুকা ডট কম : ২৭ জানুয়ারী]
নাশকতার পরিকল্পনার এক সভা চলাকালে গাজীপুর জেলা জামায়াতের আমীর আবুল হাসেম খান ও মহানগর জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক নাসরুল্লাহকে  পেট্রোল বোমাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা জানান, মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের ভুরুলিয়া রেলক্রসিং এলাকায় ফাঁকা স্থানে জামায়াতের এক বৈঠক চলছিল। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গাজীপুর আমীর আবুল হাসেম খান ও মহানগর জামায়াতের অর্থবিষয়ক সম্পাদক নাসরুল্লাহকে আটক ও সেখান থেকে ১০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

জামায়াত নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে গাজীপুর মহানগর ও জেলা জামায়াত। মঙ্গলবার গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহ, সেক্রেটারি খায়রুল হাসান ও জেলা জামায়াতের সেক্রেটারি ড. জাহাঙ্গীর আলম এক যুক্ত বিবৃতিতে এ হরতাল আহবান করেন।

রেলক্রসিং এলাকায় জামায়াতের গোপন বৈঠক করার কথা ও পেট্রোলবোমা উদ্ধারের কথা অস্বীকার করে মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহ জানান, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ গাজীপুর জেলা জামায়াতের আমীর আবুল হাসেম খান ও মহানগর শাখার অর্থ সম্পাদক নাসরুল্লাহকে পুলিশ মহানগর এলাকার নিজ নিজ বাসা থেকে আটক করে, রেলক্রসিং এলাকা থেকে নয়। কিন্তু পুলিশ তাদেরকে রেলক্রসিং এলাকা থেকে ১০টি পেট্রোল বোমাসহ আটক করা হয়েছে বলে প্রচার চালাচ্ছে।

এর আগে মঙ্গলবার সকালে গাজীপুর আদালতে হাজিরা দিতে গেলে জামিনে থাকা মহানগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আফজাল হোসাইনসহ ৮নেতাকর্মীকে জামিন বাতিল করে জেল হাজতে পাঠানো হয়।




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

রাজনীতি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই