তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুর কৃত্বি শিক্ষার্থীদের সংবর্ধনা

গৌরীপুর কৃত্বি শিক্ষার্থীদের সংবর্ধনা
[ভালুকা ডট কম : ২৮ জানুয়ারী]
ময়মনসিংহের গৌরীপুর পাইলচ বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০১৪ এস, এস,সি‘তে জি পি এ প্্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান (২৮ জানুয়ারী ) বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের বিদ্যালরে প্রধান শিক্ষক এনাসুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টিন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর-রে-শাহওয়াজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, পরিচালনা পরিষদের সদস্য  শফিকুল ইসলাম মিন্টু, নুর মোহাম্মদ ফকির, মোঃ হামিদুল ইসলাম ও দাতা সদস্য পরিচালনা পরিষদ আব্দুছ সাত্তার প্রমুখ। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্টানের সংগীত পরিবেশন করে।# কমল সরকার/গৌরীপুর

গৌরীপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও নবীন বরণ
ময়মনসিংহের গৌরীপুরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বুধবার (২৮জানুয়ারী) জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রীদের হাতে ফুলেল শুভেচ্ছা ও উপঢৌকন তুলে দেন প্রধান অতিথি সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এম.পি।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ দেয়া হচ্ছে। যথাসময়েই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সরকারের মেয়ের শিক্ষায় সকল প্রতিবন্ধকতা দূর করেছে। এ উচ্চ বিদ্যালয়টিকেও সরকারিকরণের উদ্যোগ নেয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক শফিকুল ইসলাম মিন্টু, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নূর মোহাম্মদ ফকির, দাতা সদস্য আঃ সাত্তার। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সহকারী শিক্ষক নিয়তী রাণী ধর, রেহেনা বেগম, রহিমা আক্তার, আক্তার নেহারুন নেছা রাণী, নাজিরুল হক, আঃ হান্নান, মাজহারুল ইসলাম, মাসুদ রানা, পলি রাণী ধর, চিত্র ভট্টাচার্য, কাজাল কুমার, বিজন সরকার, নূপুর ভট্টাচার্য প্রমুখ।

এসএসসিতে জিপিএ-৫প্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন আফরোজা সুলতানা, তাসফিয়া হায়দার, ইসরাত জাহান, নাহিদা তাসনিম, ফাহমিদা আহমেদ, সানজিদা ইসলাম, আরজুমান জাহান, তানজিলা সিদ্দিকা, আমিনা বেগম, তানজুম আফরোজ, ফারহানা রহমান সেতু, শারমিন আক্তার, জান্নাতুল ফেরদৌস, বিথী সরকার, জাকিয়া সুলতানা, মনি আক্তার প্রমুখ। অনুষ্ঠানে জেএসসিতে ২৩জন, এসএসসিতে ১৭জন জিপিএ-৫ প্রাপ্ত, ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারীসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।# মোঃ রইছ উদ্দিন/গৌরীপুর



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

বিনোদন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই