তারিখ : ১১ মে ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালো পুলিশ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালো পুলিশ
[ভালুকা ডট কম : ০৪ মার্চ]
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র তানভীর হোসেন (১৭) কে রাইফেলের বাট দিয়ে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে একদল পুলিশ। বুধবার বিকাল সাড়ে তিনটায় হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে পুলিশ সদস্যরা স্কুল ছাত্র তানভিরের উপর এই নির্যাতন চালায়। এ সময় তনভীর জ্ঞান হারিয়ে ফেলে।

পুলিশের নির্যাতনে অসুস্থ তানভীর হোসেন কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে। সে হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ হাই স্কুলের নবম শ্রেনীর ছাত্র। হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি তানভীর হোসেন জানান, স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় আমি পুলিশের পাশেই বসে ছিলাম। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই পুলিশ আমাকে মারতে শুরু করে। তানভীর আরো জানায়, আমার সহপাঠী ও স্কুল শিক্ষকদের সামনে থেকে ধরে নিয়ে রাইফেলের বাট দিয়ে মারতে মারতে জোড়াদহ পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। নির্যাতনে আমি জ্ঞান হারিয়ে ফেললে আমাকে হরিণাকুন্ডু হাসপাতালে নিয়ে আসে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় জোড়াদহ পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক তরুন কুমারের নেতৃত্বে একদল পুলিশ সেখানে দায়িত্ব পালন করেন। এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল কবীর জানান, নবম শ্রেনীর একজন ছাত্রকে এ ভাবে পেটানোর ঘটনাটি সত্যই দুঃখ জনক। তিনি আরো জানান, পুলিশ বিভাগীয় ভাবে তদন্ত করে দায়ি পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই