তারিখ : ২২ মে ২০২৪, বুধবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ত্রিশালে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ পিতার জরিমানা

ত্রিশালে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ পিতার জরিমানা
[ভালুকা ডট কম : ২১ মার্চ]
ময়মনসিংহের ত্রিশালে ইউএনও’র হস্তক্ষেপে সারমিন আক্তার (১৪) নামে অষ্টম শ্রেনীর এক শিক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ হয়েছে। মেয়ের অমতে বিয়ে দেয়ার অপরাধে ভ্রাম্যমান আদালতে পিতার এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানাযায়-উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের কাশিগন্জ কুর্শা নগর গ্রামের জালাল উদ্দিন তার ৮ম শ্রেনী পড়ুয়া মেয়েকে তার অমতে বিয়ের দিন ধার্য করে শুক্রবার। খবর পেয়ে  ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান শাহীন শুক্রবার দুপুরে বিয়ে বাড়ীতে গিয়ে বাল্য বিবাহ বন্ধ করেন। এসময় পরিনত বয়স না হওয়ায় ও মেয়ের অমতে বিয়ে দেওয়ার ব্যবস্থা করার অপরাধে  ভ্রাম্যমান আদালতে সারমিনের পিতা জালাল উদ্দিনকে এক হাজার জরিমানা করেন। ইউএনওর আসার খবর পেয়ে বর পক্ষ বিয়ে বাড়ীতে না ঢুকে রাস্তা থেকেই পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান শাহীন জানান-সারমিনের পিতা জালাল উদ্দিন অঙ্গীকার নামা দিয়েছেন-মেয়েকে লেখাপড়া করাবেন এবং পরিনত বয়সের আগে বিয়ে দিবেননা। পূর্ব আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই জানান-সারমিন আমার স্কুলে অষ্টম শ্রেনীতে লেখাপড়া করছে। তার এখন পড়ার সময় তার অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়ার ঘটনাটি আমরা এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারকে জানালে তিনি তাৎক্ষনিক বিয়ে বাড়ীতে এসে এই বাল্য বিয়েটি বন্ধ করেছেন। বিয়ে বন্ধ হওয়ায় মেয়েটি আবার লেখাপড়া করার সুযোগ পেলো।




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই