তারিখ : ১৩ মে ২০২৪, সোমবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ত্রিশাল উপজেলার বাদামিয়া গ্রামে আটার রুটি খেয়ে একই পরিবারে চার জনের মৃত্যু

ত্রিশাল উপজেলার বাদামিয়া গ্রামে আটার রুটি খেয়ে একই পরিবারে চার জনের মৃত্যু অসুস্থ ৪
[ভালুকা ডট কম : ০৩ এপ্রিল]
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ ত্রিশাল উপজেলার বাদামিয়া গ্রামে আটার রুটি খেয়ে একই পরিবারে ৮ জনের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে এবং বাকি চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলা বাদামিয়া গ্রামের আবুল কালাম একই গ্রামের মুদিও দোকানদার সাইফুলের দোকান থেকে আটা কিনে আনে। গতকাল সকালে সেই আটার তৈরী রুটি খেয়ে একে একে সবাই অসুস্থ হয়ে যায়। অসুস্থ অবস্থায় তাদেরকে এলাকাবাসী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় আবুল কালামের বাসায় বেড়াতে আসা বীথি (৮), দিলরুবা (৯), তার মেয়ে নাজমা (১৬) ও জোবেদা (৫৫), মারা যায়। অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সালমা (৮), আসমা (২২), রুমা (২১) আম্বিয়া (৫০)।

ময়মনসিংহ মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারনেই তাদের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন সবাই আশংকামুক্ত রয়েছে।
এদিকে আটা বিক্রেতা দোকানদার সাইফুলকে আটক করা হয়েছে বলে জানান ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ।




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই