তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

তজুমদ্দিনে পুলিশের এ এস আই’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন

একের পর এক মিথ্যা ও হয়রানি মূলক মামলা দেয়ায়
তজুমদ্দিনে পুলিশের এ এস আই’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন  
[ভালুকা ডট কম : ২৫ এপ্রিল]
ভোলার তজুমদ্দিনে পুলিশের এক এ এস আই’র একের পর এক হয়রানি ও মিথ্যা মামলায় দিশেহারা হয়ে সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগি কয়েকটি পরিবার।

বিকাল ৪ টায় তজুমদ্দিন প্রেসক্লাবে ভূক্তভোগি পরিবারের সদস্যরা লিখিত বক্তব্যে বলেন, উপজেলার ইন্দ্রনারায়ণপুর গ্রামের মোঃ দানু মিয়ার ছেলে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করার পর থেকে আমাদের কাছে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করেন। তাকে অনৈতিক সুবিধা দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে আমাদের সাথে জায়গা-জমির বিরোধ সৃষ্টি করে। এ এস আই জাকির তার আত্নীয়স্বজন দিয়ে আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও হয়রানি মূলক মামলা দিতে থাকেন। জাকির তার মা রহিমা খাতুনকে বাদী করে গত ১২/০৮/১২ ইং তারিখে অতিগোপনে তজুমদ্দিন থানায় একটি জিডি করেন। যাহা ৭/১১/১২ ইং তারিখে মামলায় রূপান্তরিত করেন। আসামী করা হয় আঃ রব (৮০), মহসিন ওরফে মনু (৪৩), মোস্তাফিজ (৪০), সিরাজ (৩০), রফিকুল (৬৫) ও সেলিম (৩৮)। মামলাটি আদালতে মিথ্যা প্রমানিত হলে আসামীরা খালাস পায়।

প্রথম মামলায় পরাজিত হয়ে শরীফ তার স্ত্রী ইশরাত জাহান লিটাকে বাদী করে ১৫/০১/১৪ ইং তারিখে আবারও একটি জিডি করেন। এই জিডিতেও ওই সকল ব্যাক্তিদেরকেই আসামী করা হয়। যাহা ৮/০৩/১৪ তারিখে মামলায় রূপান্তরিত করেন। এরপর ৩য় মামলায় জাকিরের ফুফাত ভাই মোঃ জিয়াকে বাদী করে পূর্বে আসামীদের সহ ৭ জনকে আসামী কোটে মামলা দায়ের করেন। মামলা নং সি আর ১৯০/১৪। এ এস আই শরীফ হোসেন জাকির ৪র্থ মামলা করেন তার বোন ছালমা বেগমকে বাদী করে। এই মামলার আসামীও ঘুরেফিরে একই ব্যক্তিরা। মামলা নং ১১/১৫।

লিখিত বক্তব্যে তারা আরো জানান, শরীফ হোসেন জাকির বর্তমানে ঢাকায় পুলিশ বাহিনীতে কর্মরত আছেন। চাকুরির সুবাধে বিভিন্ন থানায় কর্মরত থাকায় অফিসারদের সাথের সম্পর্ককে কাজে লাগিয়ে পূর্বের প্রত্যেক মামলার আসামী মহসিন ওরফে মনু পিতা আঃ রবকে বাকেরগঞ্জ থানার একটি ডাকাতি মামলার আসামী করে। যাহা গত সপ্তাহে মহসিনের ঠিকানা যাচায়ের জন্য তজুমদ্দিন থানায় তদন্ত আসে। এ ভাবে একের পর এক মিথ্যা ও হয়রানি মূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ভূক্তভোগিরা উধ্বতন কর্মকর্তাদের কাছে নিরপেক্ষ তদন্ত দাবী করেন। সংবাদ সমম্মেলনে উপস্থিত ছিলেন, মামলার আসামী মহসিনের পিতা আঃ রব, রফিজল, সিরাজ, সোহেল আহাম্মেদ ভূট্টো, ফজিলতুন্নেছা, শামছুন্নাহার ও জসিম।




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই