তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গাজীপুরে জেলা পরিষদের উদ্যোগ,আড়াই বছরে চার হাজার বেকারের কর্মসংস্থান

গাজীপুরে জেলা পরিষদের উদ্যোগ,আড়াই বছরে চার হাজার বেকারের কর্মসংস্থান
[ভালুকা ডট কম : ২৬ এপ্রিল]
গাজীপুর জেলা পরিষদ গত আড়াই বছরে চার হাজার বেকার যুবক-যুবতি বিভিন্ন কল-কারখানা ও প্রতিষ্ঠানে কর্মসংস্থনের ব্যবস্থা করেছে। ওই সময়ে লেদার, পোশাক, কম্পিউটার ও গাড়ি চালনা কোর্সে জেলার বিভিন্ন এলাকার প্রায় চার হাজার  বেকার প্রশিক্ষণ নেন। পরে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে জেলা পরিষদের চেয়ারম্যান সরাসরি কথা বলে দক্ষতা, চাহিদানুযায়ী ওইসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান করেন

রোববার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত লেদার টেকরোলজির উপর (দ্বিতীয় ব্যাচের) প্রশিক্ষণার্থীদের ওরিয়েন্টশন তথা কর্মশালার প্রধান অতিথির বক্তবে পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান ওইসব কথা বলেন। এতে মূল প্রবন্ধ পাঠ করেন স্থানীয় এফবি ফুট ওয়ার কারখানার মহা ব্যবস্থাপক (জিএম) সৈয়দ আসাদুজ্জামান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুস সামাদসহ অন্যরা।  

প্রধান অতিথি কর্মশালায় বক্তারা বলেন, পোশাক কারখানা ছাড়াও জুতা তৈরির কারখানাগুলোতে কিভাবে কি চাকুরি প্রদান করা হয় এবং সেখানে কি কি চাকুরির সূযোগ আছে সেসব ব্যাপারে আলোনা করা হয়।




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই