তারিখ : ২৯ এপ্রিল ২০২৪, সোমবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ময়মনসিংহ অটোবাইক শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ অটোবাইক শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল
[ভালুকা ডট কম : ০১ জুলাই]
ময়মনসিংহে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া ব্যাটারিচালিত অটোবাইক চলাচলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মালিক-শ্রমিকরা। বুধবার (০১ জুলাই) দুপুরে এ মিছিল ও সমাবেশ করে ময়মনসিংহ অটোবাইক শ্রমিক ইউনিয়ন।

মিছিলটি শহরের স্টেশন রোড, গাঙ্গিনারপাড়, নতুন বাজার, টাউনহল মোড়, কাচারী, কালিবাড়ি ও মহারাজা রোড প্রদক্ষিণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এসে শেষ হয়। মিছিলে অটোবাইক মালিক-শ্রমিক, জেলা দোকান কর্মচারী ও হোটেল রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা অংশ নেন।

সমাবেশে ময়মনসিংহ অটোবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি দীলিপ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি ফয়জুর রহমান ফয়েজ, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মাহবুব বিন সাইফ, জেলা টিইউসি’র সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোক্তার হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, হঠাৎ করেই প্রায় ৭ হাজার অটোবাইক বন্ধ করে দেওয়ায় প্রায় ১২ হাজার মালিক-শ্রমিক বর্তমানে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছে তাই অবিলম্বে ব্যাটারিচালিত ইজিবাইক চলাচলের প্রতিবন্ধকতা দূর করে পৌরসভা থেকে লাইসেন্স প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই