তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

বাড্ডায় হকারদের বিক্ষোভ মিছিল

বাড্ডায় হকারদের বিক্ষোভ মিছিল
[ভালুকা ডট কম : ০৫ জুলাই]
রাজধানীর বাড্ডা এলাকার প্রগতি সরণির হকাররা তাদের উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন। রোববার (৫ জুলাই) সকালে মেরুল বাড্ডা থেকে গুলশান সংযোগ সড়ক (লিংক রোড) পর্যন্ত এ বিক্ষোভ মিছিল করেন তারা। সকাল ১০টা থেকে শুরু হওয়া বিক্ষোভ শেষ হয় ১১টায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে। 

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে হকার নেতারা বলেন, আমরা উচ্ছেদ মানি, তবে আমাদের সময় দিতে হবে, পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ঈদের আগে রমজানে ব্যবসা-বাণিজ্য না করতে পারলে আমাদের মানবেতর জীবন যাপন করতে হবে।দাবি না মানলে আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ শেষে হকার নেতা আলাউদ্দিন বলেন, উচ্ছেদের আগে আমাদের সময় দিতে হবে এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। হঠাৎ উচ্ছেদের ফলে শত শত হকার বেকার হয়ে পড়েছেন। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, হকারদের পুনর্বাসন না করে এ পদক্ষেপ বাস্তবায়ন না করতে।

যদি আমাদের বেঁচে থাকার কোনো উপায় না থাকে, তবে রমজান-ঈদে আমাদের মানবেতর জীবন যাপন করতে হবে। হকারদের উঠিয়ে দেওয়ায় কেবল হকাররাই ক্ষতিগ্রস্ত হয়নি, হকারদের কাছ থেকে যেসব নিম্ন আয়ের মানুষ কেনাকাটা করতেন, তারাও ভোগান্তিতে পড়েছেন। সরকার যেন আমাদের বসার সুযোগ করে দেয়, সেই দাবি জানাচ্ছি আমরা।

এদিকে, হকারদের বিক্ষোভের কারণে প্রগতি সরণি ও এ সড়ক সংযুক্ত সবগুলো এলাকায় ১০টার পর যানজটের সৃষ্টি হয়। এ কারণে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী লোকজনকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই