তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নওগাঁয় শিশু সিফাত হত্যাকারীদের গ্রেফতার এবং মামলা তুলে নেয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন

নওগাঁয় শিশু সিফাত হত্যাকারীদের গ্রেফতার এবং মামলা তুলে নেয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন
[ভালুকা ডট কম : ২৮ আগস্ট]
শিশু সিফাত হত্যাকারীর আত্মীয়স্বজন দ্বারা মামলা প্রত্যাহার করার হুমকি ও আসামী গ্রেফতারের দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে খেলা ঘর আসর নওগাঁ শাখার উদ্যেগে এ কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামাল হোসেন। এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, সমাজসেবী আলতাফুল হক চৌধুরী, সিপিবি’র নওগাঁর সাধারণ সম্পাদক এ্যাড. মহসিন রেজা, একুশে পরিষদ নওগাঁ সাধারণ সম্পাদক এমএম রাসেল, এ্যাড. রেজাউল করিম, সিফাতের বাবা আকরাম হোসেন, সদস্য সচীব রবিউল মাহমুদসহ অন্যান্যরা।

বক্তারা জানান, নওগাঁ সদর উপজেলার শালুকা গ্রামে আকরাম হোসেনের ছেলে ৪ বছরের শিশু সিফাতকে ২৮জুন সন্ধ্যায় মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনারপর পুলিশ আল আমিন নামে এক আসামীকে গ্রেফতার করে। এই জঘন্য হত্যাকান্ডের দুই মাস পার হলেও মামলার অন্য আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তারা আরে অভিযোগ করেন, মামলার ভিন্ন খাতে প্রবাহিত ও প্রত্যহার করার জন্যে আসামিদের পরিবারের লোকজন মামলা তুলে নিতে ফোনে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছে। এটনায় থানায় জানানোর পরও পুলিশ রহস্যজনক ভাবে নিরব ভূমিকা পালন করে আসছে।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলাম পুলিশের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার বলে বলেন, হত্যার ঘটনায় শিশুটির বাবা আকরাম তাঁর প্রতিবেশি আল আমিন, তাঁর মা নাছিমা বেগম ও বোন ফাতেমা বেগমের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার পর থেকে আসামীরা পালিয়ে থাকায় গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। মোবাইল ফোনে হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। মামলা সূত্রে জানা যায়, সিফাতের পরিবারের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড করা হয়েছে বলে উল্লেখ করা হয়।#




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই