তারিখ : ০৫ মে ২০২৪, রবিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালবাসা

ভালবাসা
[ভালুকা ডট কম : ১১ সেপ্টেম্বর]
ভালবাসা আমি দেখেছি ক্ষুধার্ত শিশুর চোখে,
যার প্রতিটি পলক ছিল টেবিলের টুকরো রুটিতে।।
               ভালবাসা আমি দেখেছি কখনও বর্ণ হীন আবার বর্ণ নীল,
               যার বেদনা ভড়া মুহুর্ত ভালবাসা কিছু আবেগের গল্পতে।।
ভালবাসা আমি দেখেছি সেই নারীর চোখে,
যার শরীল ছিল বাসনার আঁচলে নীল স্বপ্নতে ।।
               ভালবাসা আমি দেখেছি সেই প্রান প্রিয় বন্ধুর চোখে,
               যার দৃষ্টি ছিল জলন্ত সিগেরেটের শেষ কষ্টটিতে ।।       
ভালবাসা আমি দেখেছি ভাই-বোনের চোখে,
যার মধ্যে ছিল শুধু স্বার্থের ভাগ বাটোয়ারাতে ।।
               ভালবাসা আমি দেখেছি সেই আদরের সন্তানের চোখে,
              যার দেয়ান জ্ঞান সবই ছিল বাবার রাখা অছিয়তে ।।
ভালবাসা আমি দেখেছি এক বার কল্পনার অবসানে,
যার বিলাসীরা জীবনে কাঁদছে সবচে বেশি পৃথিবীতে ।।
               ভালবাসা আমি দেখেছি আজিকার যুবকের ইবাদতে,
                যার শুরু ক্লাস রুমে শেষটা অন্ধকার কোন গলিতে।।
ভালবাসা আমি দেখেছি দুখীনি মায়ের চোখে
যার অশ্র্ওু ছিল শুধুই সন্তারের ভবিষতে ।।
__________________________________________
লেখক মতামত:-
ভালবাসা আর অনুভোতি !একই বিষয়,নাকি ভিন্ন কোন বিষয় যার প্রতিছবি একই রকম হয় ? ভালবাসা আর অনুভোতির সম্পর্ক কি? ব্যবধানইবা কি? ভালবাসা আগে, নাকি অনুভোতিটা আগে? এইরকম হাজারো প্রশ্ন মনে জাগেছে! যদিও এখন ভালবাসার আকাল, তারপরও এসব নিয়ে ভাবছি আর ব্যাহাল নাকাল হচ্ছি। সন্তানের প্রতি মাতা-পিতার ভালবাসা, মাতা-পিতার প্রতি সন্তানের ভালবাসা, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালবাসা, ভাইয়ের প্রতি বোনের ভালবাসা, বোনের প্রতি ভাইয়ের ভালবাসা, বোনের প্রতি বোনের ভালবাসা, মানুষের প্রতি মানুষের ভালবাসা। প্রতিটি ভালবাসাই আলাদা স্বকীয়তার স্বাক্ষ্য বহন করে। আবার বিপরীত লিঙের প্রতি পারস্পরিক আকর্ষণের অনুভোতির সৃষ্টও ভালবাসা,অনেকেই বলে অনুভোতি থাকেন জন্ম নেয় ভাল লাগা আর ভাল লাগা থেকেই জন্ম ভালবাসার। (হাজী সানি / সময় কাল -০৩ জুন ২০১২ইং সমবার রাত)



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

সাহিত্য পাতা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই