তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

সুন্দরবনে আবার আগুন

সুন্দরবনে আবার আগুন
[ভালুকা ডট কম : ২৭ এপ্রিল] 
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের পাশে আড়ুয়াদেড় এলাকায় আবার আগুন লাগার খবর পাওয়া গেছে।এনিয়ে এক মাসে ধানসাগর স্টেশন এলাকায় চারবার আগুন লাগার ঘটনা ঘটল।

চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেন বলেন, বুধবার বিকাল পৌনে ৪টার দিকে ধানসাগর  স্টেশনের বনকর্মীরা স্টেশনের পাশে আড়ুয়াদেড় এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান। পরে তারা তা নেভানোর কাজ শুরু করেন।তবে এই আগুন কখন কীভাবে লেগেছে তা এখনও নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

বন সংরক্ষক বলেন, “ঘটনাস্থলে রওনা হয়েছি। সেখানে পৌঁছে আগুনের ধরন বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।এর আগে গত ২৭ মার্চ, ১৩ এপ্রির ও ১৮ এপ্রিল ধানসাগর স্টেশনের নাংলী ক্যাম্প এলাকায় আগুন ধরে। আগুন লাগার জন্য বনবিভাগ স্থানীয় কয়েক দুর্বৃত্তকে দায়ী করে।এ ঘটনায় দুটি মামলাও করে বনবিভাগ। তবে এখনও আসামিদের কাউকে ধরা যায়নি।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই