তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

রাবি শিক্ষক হত্যায় ছিল তিনজন

রাবি শিক্ষক হত্যায় ছিল তিনজন
[ভালুকা ডট কম : ২৭ এপ্রিল] 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার তিনজন অংশ নিয়েছিল বলে পুলিশ জানিয়েছে।বুধবার রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন।তিনি বলেন, দুইজন ‘নারায়ে তাগবির, আল্লাহু আকবার’ বলে শ্লোগান দিয়ে শিক্ষক রেজাউল করিমের উপর হামলা চালায়। আর অপরজন মোটরসাইকেলে বসেছিল।

কোন তিনজন হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল অল্প সময়ের মধ্যে তা নিশ্চিত হওয়া যাবে।এ হত্যাকাণ্ডের তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশের কয়েকটি টিম তথ্য সংগ্রহের কাজ করছে বলে জানান তিনি।গত শনিবার সকাল সাড়ে ৭টায় রাজশাহীর শালাবাগান এলাকায় নিজ বাসা থেকে ৫০ গজ দূরে ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করা হয়।এ ঘটনায় সেদিনই নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেছেন ওই শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ। গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করছে।এ ঘটনায় পুলিশ নগরীর এক ওয়ার্ড শিবির নেতা, অধ্যাপক রেজাউল করিমের গ্রামের বাড়ির এক মসজিদের ইমাম ও এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই