তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
[ভালুকা ডট কম : ২৮ এপ্রিল]
“গরীব দুঃখী মানুষ বিচার পাওয়ার অধিকার, বর্তমান সরকারের অঙ্গীকার”এই প্রতিপাদ্য নিয়ে র‌্যালী, স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সার্কিট হাউজ চত্ত্বর থেকে জেলা প্রশাসক ড. আমিনুর রহমানের নেতৃত্বে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশানে গিয়ে শেষ হয়।পরে জেলা বার এ্যাসোসিয়েশন মিলনায়তনে জেলা ও দায়রা জজ এবং জেলা জাতীয় লিগ্যাল এইড এর চেয়ারম্যান আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়া উদ্দীন মাহমুদ ও মুজিবুর রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ ও লিগ্যাল এই অফিসার গাজী দেলোয়ার হোসেন, জেলা বার এ্যাসোসিয়েশানের সভাপতি এ্যাডঃ আমিনুল ইসলাম চৌধূরী, সাধারন সম্পাদক এ্যাডঃ সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। র‌্যালীতে, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক, কর্মকর্তা ও কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন বিভিন্ন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন আইন সহায়তামূলক সংগঠন অংশ নেয়।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই