তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কাশিমপুরে কারাবন্দি মীর কাসেমের সাথে দেখা করলেন স্ত্রী-সন্তানরা

কাশিমপুরে কারাবন্দি মীর কাসেমের সাথে দেখা করলেন স্ত্রী-সন্তানরা
[ভালুকা ডট কম : ২৮ মে]
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২এর বন্দি ফাঁসির দন্ড প্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সাথে দেখা করেছেন তার স্ত্রী ও পরিবারের লোকজন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা ওই নেতার সাথে দেখা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার নাশির আহমেদ জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্যারিস্টার মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়শা খাতুন, ছেলে মীর আহমেদ বিন কাসেম, মেয়ে তাহেরা তাসমিন ও সুমাইয়া রাবেয়া এবং পুত্রবধু সায়েদা তাহমিদা জামায়াতের ওই নেতার সাথে দেখা করেছেন। কারাগারের একটি কক্ষে তারা প্রায় আধা ঘন্টা কথা বলেন।

মীর কাসেম আলী এ কারাগারের ফাঁসির (৪০) সেলে বন্দি রয়েছেন। এর আগে গ্রেপ্তারের পর ২০১২সাল থেকে তিনি এ কারাগারে রয়েছেন। ২০১৪সালের আগে তিনি হাজতবাসকালে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় ছিলেন। পরে দন্ড প্রাপ্তির পর তাকে ফাঁসির সেলে পাঠানো হয়।  

তার আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, গত ৮মার্চ আদালত মীর কাসেম আলীর ফাঁসির রায় বহালের আদেশ দেয়। এখন পর্যন্ত ওই রায়ের কোন প্রিন্টেড কপি আমরা হাতে পাইনি।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

রাজনীতি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই