তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

অ্যান্ড্রয়েড ডিভাইসে পাসওয়ার্ড পদ্ধতি বন্ধ করবে গুগল

অ্যান্ড্রয়েড ডিভাইসে পাসওয়ার্ড পদ্ধতি বন্ধ করবে গুগল
[ভালুকা ডট কম : ২৯ মে]
ব্যবহারকারিরা তাদের ডিভাইসকে নিরাপত্তা ও গোপনীয়তার জন্য পাসওয়ার্ড দিয়ে লক করে থাকে। কিন্তু এই পাসওয়ার্ড মনে রাখাও ঝামেলার মতো। তাই সার্চ জায়ান্ট গুগল পাসওয়ার্ড মুক্ত এক লগ ইন ব্যবস্থা চালু করতে যাচ্ছে।

সম্প্রতি হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে এই লগ ইন ব্যবস্থা সম্পর্কে জানানো হয়। আই/ও সম্মেলনে গুগলের এটিএপি দলের পরিচালক ড্যান কাফম্যান ‘প্রজেক্ট অ্যাবাকাস’ বিষয়টি তুলে ধরেন। গুগলের তথ্য অনুযায়ী, প্রজেক্ট অ্যাবাকাস হচ্ছে বর্তমানে গুগলের টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা দ্বিস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থার চেয়ে উন্নত একটি সেবা। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড সফটওয়্যার চালিত যন্ত্রে পাসওয়ার্ড দিয়ে লগইন করা লাগবে না। ওই যন্ত্রটিই ব্যবহারকারীর টাইপ করার ধরন, হাঁটার ধরন, অবস্থান প্রভৃতি বিবেচনা করে ব্যক্তিকে শনাক্ত করবে। ফোনে থাকা নানা সেন্সর পরিচয় শনাক্ত করার কাজটি করবে।

এ বছরের শেষ নাগাদ সব অ্যান্ড্রয়েড ডেভেলপারদের কাছে এই প্রযুক্তি চলে যাবে বলে আশা করা হচ্ছে।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই