তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

শ্রীপুর কলেজ সরকারীকরণের ঘোষনায় র্সবত্র উৎসবের আমেজ

শ্রীপুর কলেজ সরকারীকরণের ঘোষনায় র্সবত্র উৎসবের আমেজ
[ভালুকা ডট কম : ১০ জুলাই]
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি মাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধের পর জাতীয়করণের আওতায় এসেছে। শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজকে সরকারী ঘোষণার মাধ্যমে এটি বাস্তবায়িত হয়েছে। ফলে ৫০ বছর পর শ্রীপুরবাসীর দাবী পূরণ হয়েছে। এ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় ছাড়া অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের আওতায় নেই।

শ্রীপুর উপজেলার সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। কলেজ সরকারী ঘোষণায় নানাভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের স্বস্তি প্রকাশ করছেন। এ আনন্দ নুতনমাত্রা যোগ করেছে ঈদের আনন্দের সাথে ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল ফিতরের আগেই দেশের ১৯৯টি বে-সরকারী কলেজকে জাতীয়করণের জন্য অনুমোদন করেন। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এ কলেজটিও ওই অনুমোদনের তালিকায় ৫ম অবস্থানে।

কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক নার্গিস সুলতানা আকন্দ বুলবুলী বলেন, এবার শ্রীপুরবাসী হাতের নাগালে স্বল্প খরচে উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে। বাংলা বিভাগের প্রধান রাবেয়া আক্তার পারুল বলেন, এর আগে বহুবার দাবী জানানো হয়েছিল। কোনোবারই আমরা জাতীয়করণের আলোর মুখ দেখিনি। এবার ৫০ বছর পর আমাদের দাবী পূরণ হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী, স্থানীয় সাংসদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাই।

শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামের মাহবুবুর রহমান বলেন, মা-বাবার সামর্থ না থাকায় উপজেলার বাইরে গিয়ে সরকারী প্রতিষ্ঠানে শিক্ষা নিতে পারিনি। এবার আমাদের সন্তানদের এ সুযোগ দিতে পারব।

শ্রীপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত শ্রীপুর কারিগরি কলেজের অধ্যক্ষ মোকছেদুর রহমান জানান, একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সরকারী ঘোষণায় এ উপজেলার জাতীয়করণের দ্বার উম্মোচিত হয়েছে। এ ধারাবাহিকতা চলতে থাকলে অদূর ভবিষ্যতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের আওতায় চলে আসবে বলে আশা পোষণ করি। সরকারের এ উদ্যোগের ধারাবাহিকতা কামনা করি।

শ্রীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী কামাল হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষনায় সরকার শিক্ষা ক্ষেত্রে উদারীকরণ নীতির পরিচয় দিয়েছে। এখন গ্রামাঞ্চলের অভিভাবকেরা তাদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রতি আগ্রহী হয়ে উঠবে।

কলেজের ব্যবসায় প্রশাসন সম্মান চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী আমেনা সরকার বলেন, উচ্চ শিক্ষায় শ্রীপুরবাসীর পথ সুগম হয়েছে। সাধারণ খেটে খাওয়া একজন বাবার পক্ষে তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করবে।কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রনি মন্ডল জানায়, এখন থেকে প্রতি মাসে তার বাবাকে মাসিক বেতনের জন্য স্মরণ করিয়ে দিতে হবে না।কলেজের সাবেক শিক্ষার্থী রাশেদুল ইসলাম আকন্দ সবুজ বলেন, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণের ঘোষণায় গ্রামাঞ্চলে উচ্চ শিক্ষা প্রসারের বীজ বপন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান সরকারী হলে মানসম্মত শিক্ষার বিস্তার ঘটবে।

কলেজটির ছাত্র সংসদের ছাত্রলীগ থেকে নির্বাচিত সাবেক জি এস শেখ মোঃ নজরুল ইসলাম বলেন, সকল প্রকার রাজনৈতিক আন্দোলন সংগ্রামের পাশাপাশি কলেজটিকে সরকারীকরণের দাবী ছিল অন্যতম। এ দাবীটি ছিল আমাদের সকল আন্দোলন সংগ্রামের যুগপৎ দাবী। সুদীর্ঘ বছর পর হলেও কলেজ সরকারী করণের দাবীটি বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের আরেকটি দাবী পূরণ হল।

গাজীপুর-৩ আসনের সাংসদ সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ রহমত আলী বলেন, কলেজটি সরকারীকরণের আওতায় আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এর গুরুত্ব বুঝানো হয়েছে। তিনি শ্রীপুরবাসীর জন্য একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারীকরণের অনুমোদন দেওয়ায় তাঁর (প্রধানমন্ত্রীর) প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। শ্রীপুরের একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারীকরণ করার তাগিদ অনেক আগে থেকেই ছিল। বর্তমান আওয়ামীলীগ সরকার এর রূপদান করলেন।

শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ বলেন, কলেজটি বাংলাদেশের সেরা কলেজের মধ্যে একটি। এবছর উপজেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে। এ কলেজে ১০টি বিষয়ে অনার্স (সম্মান) কোর্স চালু রয়েছে। এক ঝাঁক দক্ষ শিক্ষক নিয়মিত পাঠদান করছেন। পর্যাপ্ত ভবন, শ্রেণীকক্ষ, খেলার মাঠ, সুপরিসর পাঠাগার, সেমিনার কক্ষ, শিক্ষার্থী হোস্টেল ও বহুতল বিশিষ্ট একাধিক ভবন রয়েছে। ভৌগোলিকভাবে সকল দিক থেকে কলেজে যাতায়াতের উম্মুক্ত সুবিধা রয়েছে।

এদিকে, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজকে সরকারী ঘোষণা করায় গাজীপুরের শ্রীপুরে আনন্দ মিছিল, র‌্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজে এসব কর্মসুচী পালিত হয়।দুপুর ১২টার দিকে গাজীপুর-৩ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ রহমত আলী কলেজ প্রাঙ্গণে আসার পর র‌্যালী শুরু হয়। শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দের নেতৃত্বে র‌্যালীটি শ্রীপুর পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

র‌্যালীতে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, কলেজটির ছাত্র সংসদের ছাত্রলীগ থেকে নির্বাচিত সাবেক ভিপি ফরিদ আহমেদ চুন্নু, জিএস আলহাজ¦ অ্যাডভোকেট শেখ মোঃ নজরুল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাজিুর রহমান বুলবুল, সকল শিক্ষক, প্রবীন ও নবীন শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালী শেষে কলেজ প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর-৩ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ রহমত আলী সভায় প্রধান অতিথি ছিলেন। উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সফিকুর রহমান সফিক, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল ফকির, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনাইদ ভান্ডারী প্রমূখ।

প্রসঙ্গত, কলেজটি গাজীপুর-৩ আসনের সাংসদ সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ রহমত আলীর নামে নামকরণকৃত।



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই