তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

পত্নীতলায় বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল গোলাপী

পত্নীতলায় বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল গোলাপী
[ভালুকা ডট কম : ২৫ জুলাই]
নওগাঁর পত্নীতলায় উপজেলার পাটিচরা ইউনিয়নের পাটিআমলাই গ্রামে সোমবার ৯ম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী গোলাপী খাতুন (১৪) অল্পের জন্য বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল।

জানা গেছে পাটিচরা ইউনিয়নের পাটিআমলাই গ্রামের গুলজার হোসেনের পাটিআমলাই ফাজিল মাদ্রাসার ৯ম শ্রেণী পড়ুয়া গোলাপী খাতুন (১৪) এর সাথে উপজেলার পূর্ব নেপালপুর গ্রামের মমতাজুর রহমানের ছেলে মেহেদি হাসান (১৭) এর বিয়ের কথা জানতে পেরে পাটিচরা ইউ.পির চেয়ারম্যান আব্দুল খালেক এবং অত্র এলাকার নারীনেত্রী ও স্বেচ্ছাব্রতিদের যথাযথ ভুমিকায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল ৯ম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী।

এসময় খবর পেয়ে দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, ইউনিয়ন সমন্বয়কারী রবিউল ইসলাম, হামিদুল ইসলাম, নারীনেত্রী নাহিদা সুলতানা এবং অত্র ওয়ার্ডৃ সদস্য গোলাম মোস্তফা সহ এলাকার লোকজন গুলজার হোসেনের বাড়িতে যান এবং পরিবারকে বুঝিয়ে উক্ত ব্যাল বিয়ে বন্ধ করেন। এসময় মেয়ে পক্ষ ও ছেলে পক্ষ উভয়ে মেয়ে ও ছেলে পূর্ন বয়স্কো না হওয়া পর্যন্ত তাদের বিয়ে না দেওয়ার অঙ্গিকার করেন।

জানাগেছে, মেহেদি হাসান ইতিপূর্বেও গত ৪ জুলাই নিজ গ্রামে ৭ম শ্রেণীর শিক্ষার্থীর সাথে বিয়ের আয়োজন চললে জনতা তা পন্ডু করে দেয়। এসময় বাল্যবিয়ের পক্ষে অবস্থান নেয়ায় পাটিআমলাই ফাজিল মাদ্রাসার সুপার আক্কাস  আলীকে এলাকার মানুষ নানাভাবে ভৎসনা করে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই