তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কিশোরগঞ্জস্থ নান্দাইল সমিতির আয়োজনে স্মরন সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জস্থ নান্দাইল সমিতির আয়োজনে স্মরন সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
[ভালুকা ডট কম : ২১ অক্টোবর]
কিশোরগঞ্জ জেলা বারের সিনিয়র আইনজীবি নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের দিলালপুর উল্লাহপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক সাবেক সাংবাদিক/শিক্ষক নান্দাইল প্রেসক্লাবের আজীবন সদস্য এডভোকেট মতিউল হাসানের অকাল মৃত্যুতে ২০শে অক্টোবার বাদ মাগরিব কিশোরগঞ্জ অতিথি কমিউনিটি সেন্টারে নান্দাইল সমিতির আয়োজনে এক স্মরন সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

নান্দাইল সমিতির সহ-সভাপতি মো. উসমান গণির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো. হাবিবুর রহমান বাচ্চুর সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত স্মরন সভায় মরহুমের কর্মবহুল জীবনে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন অধ্যাপক আবু তাহের সাগর, নান্দাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. এনামুল হক বাবুল, এডভোকেট আব্দুল খালেক দাদন, মরহুম এডভোকেট মতিউল হাসানের বড় পুত্র মো. রেজাউল হাসান জুনায়েদ, কার্যকরী সদস্য মো. দেলোয়ার হোসেন, মো. জাকির হোসেন, মোছা. জেসমিন সুলতানা কবিতা, মো. আব্দুল মতিন, মো. রুহুল আমিন।

 আলোচনা সভায় নান্দাইল প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক এবি সিদ্দিক খসরু, মো. রফিকুল ইসলাম, অডিটর মাওলানা ইসলাম উদ্দিন, সদস্য ফয়সাল আহম্মেদ সহ কিশোরগঞ্জ শহরে বসবাসরত নান্দাইল বাসী যোগদান করেন। আলোচনা সভা শেষে মরহুমের পুত্র ও জামাতার হাতে শোক বার্তা সম্মলিত একটি ক্র্যাস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া মোছা. জেসমিন সুলতানার কবিতার স্বামী হোসেনপুর মহিলা ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক জামাল আকন্দ (নান্দাইল সমিতির সদস্য) মারা যাওয়ায় তার স্মৃতির প্রতি শ্রদ্ধ্যা জানিয়ে আরও একটি ক্র্যাস্ট  তার স্ত্রীর হাতে তুলে দেন নান্দাইল সমিতির সাধারন সম্পাদক হাবিবুর রহমান বাচ্চু।

পরে মিলাদ ও দোয়া মাহফিলে ইতিমধ্যে নান্দাইল সমিতির সদস্য যারা মৃত্যুবরন করেছেন সকলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনজাত করা হয়। সমিতির সাধারন সম্পাদক জানান এখন থেকে মৃত ব্যাক্তিদের জন্য স্মরন সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। #




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শোক সংবাদ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই