তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

শ্রীপুরে প্রধান শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় সোমবারও ক্লাশে যোগ দেয়নি শিক্ষার্থীরা

শ্রীপুরে প্রধান শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় সোমবারও ক্লাশে যোগ দেয়নি শিক্ষার্থীরা
[ভালুকা ডট কম : ৩০ জানুয়ারী]
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর ডা. কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পঠন-পাঠন বর্জন কর্মসুচী অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। সোমবার শিক্ষকেরা বিদ্যালয়ে গেলেও শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাননি।ডা. কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমান উল্লাহ জানান, ৬ষ্ঠ শ্রেণীতে সাতজন ও সপ্তম শ্রেণীতে দুইজন শিক্ষার্থী পাওয়া গেছে। অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাওয়া যায়নি।

তিনি জানান, প্রধান শিক্ষক মজিবুর রহমান সোমবার বিদ্যালয়ে আসেননি। শুনেছি বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোস্তফা কামাল তুষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করছেন। এ ঘটনার নিষ্পত্তির জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লোকমুখে প্রচার রয়েছে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুজ্জামান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বরাত দিয়ে শিক্ষক শিক্ষার্থীদেরকে পঠন পাঠনে অংশ নেয়ার অনুরোধ করেছেন। আগামী শুক্রবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল এ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস দিয়েছেন।

প্রসঙ্গত, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের দাওয়াতপত্রে কাঙ্খিতস্থানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতির নাম না থাকায় ওই সভাপতির ছোট ভাই ও দাতা সদস্য মোস্তাক কামাল তুহিন প্রধান শিক্ষককে চর-থাপ্পর মারে। ২৫ জানুয়ারী দুপুরে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতির বাড়িতে এ ঘটনা ঘটে। এ খবর প্রচার হলে শনিবার পূর্ব নির্ধারিত বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের কর্মসুচীতে পুরষ্কার ভাংচুর, অনুষ্ঠান ও ক্লাশ বর্জন করে শিক্ষার্থীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওএনও) মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, এ ঘটনায় রোববার প্রধান শিক্ষকের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন। ওই অভিযোগের ভিত্তিতে তিনি নিজেই ঘটনাটি তদন্ত করছেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই