তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের উদ্বোধন

কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের উদ্বোধন
[ভালুকা ডট কম : ১৩ ফেব্রুয়ারী]
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রতিষ্ঠিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল- এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী  অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল- এর উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর এ এম এম শামসুর রহমান সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোঃ হুমায়ুন কবীর, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও উপাচার্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ আব্দুল হালিম, বিশ্বিবিদ্যালয়ের গন সংযোগ বিভাগের উপ পরিচালক হাফিজুর রহমান ও  কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলেরর ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্কুলের কোমলমতি শিক্ষার্থী ও  অভিভাবকগ, স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপনা করেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব সোহেল রানা। উদ্বোধন শেষে স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন ভিসি প্রফেসর ড. মোহীত উল আলম।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষা ও প্রযুক্তি বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই