তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

হালুয়াঘাটে জেলের জালে বিরল প্রজাতির চোষক মাছ ক্যাটফিস

হালুয়াঘাটে জেলের জালে বিরল প্রজাতির চোষক মাছ ক্যাটফিস
[ভালুকা ডট কম : ১৬ আগষ্ট]
চোষক মাছ। সাকার মাউথ ক্যাটফিসও বলা হয় তাকে।  বিরল প্রজাতির মাছ বলাও চলে। দেখতে খুবই অদ্ভুত। কেউ কেউ রাক্ষসি মাছ বলেও ডাকে। মাছটির বৈজ্ঞানিক নাম হাইপোসটোমাস প্লেকোসটোমাস। ১৫ আগষ্ট মঙ্গলবার বাদ দুপুর আনুমানিক ২ টার সময় হালুয়াঘাট উপজেলার মাইজপাড়া গ্রামের কিতাব আলীর জালে ধরা পড়ে মাছটি।

কিতাব আলী তার বাড়ির পাশেই ঘোরমুখা খালে মাছ মারতে গেলে প্রায় ৫ শত গ্রাম ওজনের বিরল প্রজাতির এই মাছটি তার জালে আটকা পড়ে। এই খবর আশপাশে ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা এসে মাছটিকে একনজর দেখার জন্যে ভিড় করতে থাকে। এ অবস্থায় কেউ মাছটিকে চিনতে না পারায় তাদের মাঝে আরও বেশি আগ্রহ দেখা দেয়। এক পর্যায়ে মাইজ পাড়া গ্রামের মোস্তাকিম বিল্লাহ ২ শত টাকা দিয়ে এই মাছটিকে ক্রয় করে বাড়িতে নিয়ে যায়। সুত্রে জানা যায়, এই মাছটিকে মূলত বাংলাদেশে একোরিয়ামে চাষ করার জন্যে আনয়ন করা হয়েছিলো। বর্তমানে তা অনেকটাই বিলুপ্তির পথে।

বার্তা প্রেরক
ওমর ফারুক সুমন
হালুয়াঘাট(ময়মনসিংহ) তারিখঃ ১৬-০৮-১৭   



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই