তারিখ : ১০ মে ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

পীরগঞ্জের প্রধান শিক্ষককে বেষ্ট পারফরমেন্স এ্যাওয়ার্ড-২০১৭ প্রদান

পীরগঞ্জের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে ‘বেষ্ট পারফরমেন্স এ্যাওয়ার্ড-২০১৭’ প্রদান
[ভালুকা ডট কম : ১০ সেপ্টেম্বর]
বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় প্রধান শিক্ষক আ.স.ম রফিকুল ইসলামকে ‘বেষ্ট পারফরমেন্স এ্যাওয়ার্ড-২০১৭’ প্রদান করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৭ উপলক্ষে ‘বেষ্ট পারফরমেন্স এ্যাওয়ার্ড-২০১৭’ পেয়ে সংবর্ধিত হয়েছেন পীরগঞ্জ আর্দশ বালিকা বিদ্যালয়ের ওই প্রধান শিক্ষক।

রংপুর টাউন হলে আয়োজিত ওই আলোচনা সভা শেষে তার হাতে সনদ ও পদক তুলে দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এম শাহ নেওয়াজ আলি। বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. রাশিদ আসকারী, হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আবুল কাশেম, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নজরুল ইসলাম, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ ড. আব্দুল লতিফ মিয়া প্রমূখ।

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানে প্রধান শিক্ষক আ.স.ম রফিকুল ইসলামকে ওই সম্মাননা প্রদান করায় পীরগঞ্জ আর্দশ বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাও কর্মচারীবৃন্দ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বলে জানিয়েছেন সহকারি শিক্ষক ইদ্রিস আলী।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষাঙ্গন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই