তারিখ : ০৯ মে ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকা থানা শত বর্ষপূর্তি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ভালুকা থানা শত বর্ষপূর্তি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
[ভালুকা ডট কম : ২৬ সেপ্টেম্বর]
গফরগাঁও থানা থেকে বিভক্তি হয়ে ভালুকা থানা প্রতিষ্ঠিত হয়েছিলো ১৯১৭ সালের ৩০ই আগষ্ট। যার শতবর্ষ পূর্ণ হয়েছে গত মাসের ৩০ তারিখ। শিল্পাঞ্চল সমৃদ্ধ ভালুকা থানা প্রতিষ্ঠিত হওয়ার শত বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও ‘পরিছন্ন ভালুকা’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা সভা করেছে সমাজসেবায় উৎসাহমূলক স্বেচ্ছাসেবী সংগঠন “অভ্যুদয়”।

মঙ্গলবার সকাল ১১টায় ভালুকা উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালীটি বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে মিলিত হয়। র‌্যালী শেষে সংগঠনের সভাপতি মো. আসাদুজ্জামান সুমনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ডাঃ মো. রেজাউল করিম অপুর সঞ্চালনায় ‘পরিছন্ন ভালুকা’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, পৌর মেয়র ডাঃ এ.কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মোশারফ হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও অভ্যুদয়ের প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম  পিন্টু, ভালুকা মডেল থানা অফিসার ইন-চার্জ মামুন অর রশিদ পি.পি.এম, এ্যাপোলো ইন্সিটিউট অব কম্পিটারের অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান লিটন, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা বি.এন.পি’র সভাপতি ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু, বিরুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার রব্বানাী, মর্নিং সান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আতাউর রহমান জুয়েল, হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষিকা আনোয়ারা নীনা, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী বৃন্দ সহ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, সংগঠনের সাংগঠনের চেয়ারম্যান বদরুল টিপু, সাংগঠনিক সম্পাদক মুকছেদুর রহমান মামুন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ সাঈদুর রহমান প্রমুখ।

বক্তারা, ভালুকা কেন্দ্রীয়  ঈদগাহ্ সংরক্ষণ, মাদক মুক্ত সমাজ, শিল্প কারখানার বর্জ্য, নদী দুষণ ও ভরাট, দখলমুক্ত ফুটপাত, জানজট নিরসন বিষয়ে আলোচনা করেন।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই