তারিখ : ১৮ মে ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নওগাঁয় থানায় মিথ্যে মামলা করায় মানববন্ধন

নওগাঁয় থানায় মিথ্যে মামলা করায় মানববন্ধন,স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
[ভালুকা ডট কম : ০১ অক্টোবর]
নওগাঁর ধামইরহাট থানায় পাগলা দেওয়ান বিজিবি কর্তৃক দেশীয় অস্ত্র দিয়ে সাখাওয়াত হোসেনের নামে সাজানো মিথ্যা মামলা করায় মানববন্ধন, স্মারক লিপি প্রদান ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  হয়েছে।

সোমবার দুপুরে রূপনায়নপুর গ্রামবাসীর আয়োজনে উপজেলা পরিষদের সামনে প্রায় ঘন্টাকালব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই গ্রামের শত শত লোকেরা অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পরে ধামইরহাট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মামলা সূত্রে জানা, গত ২৬ সেপ্টেম্বর ভোরে বিজিবি উপজেলার রূপনারায়নপুর (নিক্কেশ্বর) গ্রামের আব্দুস সামাদের ছেলে সাখাওয়াত হোসেনের ঘর থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করে তাকে আসামী করে ধামইরহাট থানায় মামলা করে। অপরদিকে সাখাওয়াতের পরিবারের দাবী বিজিবি ও স্থানীয় সোর্স আব্দুর রশিদসহ কয়েকজনের যোগসাজসে সাখাওয়াতকে মিথ্যে মামলায় আসামী করা হয়।

ধামইরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সাখাওয়াত হোসেনের মোছা: জহুরা বিবি তার লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন। তিনি আরো বলেন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার স্ত্রী ৩সন্তানকে নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। তার দাবী পূর্বে তার স্বামী চোরাচালানের ব্যবসা করতো। কিন্তু সেই ব্যবসা ছেড়ে সাখাওয়াত স্বাভাবিক জীবরে ফিরে এলে বিজিবি ও বিজিবি সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগসাজসে অস্ত্র দিয়ে সাজানো মিথ্যে মামলায় আসামী করা হয়েছে এবং সাখাওয়াতের আরেক ভাই মিথ্যে মামলার ভয়ে পালিয়ে রয়েছে। এমতাবস্থায় সাখাওয়াতের স্ত্রী জহুরা বিবি তার স্বামীর বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহার করে তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দেওয়া এবং এই ঘটনা সঙ্গে জড়িত বিজিবি ও কতিপয় ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তর মূলক শাস্তির দাবী করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই