বিস্তারিত বিষয়
নির্বাচন কমিশন আওয়ামী লীগের অফিসে পরিণত হয়েছে-রিজভী
নির্বাচন কমিশন আওয়ামী লীগের অফিসে পরিণত হয়েছে-রিজভী
[ভালুকা ডট কম : ১৬ নভেম্বর]
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশনে সরকারি দলের লোকজনের অবাধ বিচরণ ঘটছে। নির্বাচন ভবন আজ আওয়ামী লীগের অফিসে পরিণত হয়েছে। আওয়ামী লীগের নির্দেশেই পরিচালিত হচ্ছেন নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা। আজ (শুক্রবার) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রিজভী আহমেদ বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরেকটি একতরফা ও প্রহসনমূলক নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে নির্বাচন কমিশন। তারা সরকারি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে। সরকারি দল প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করলেও কোনো ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে না। বিরোধীদলকে আইন অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধাও দেয়া হচ্ছে না।
তিনি আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরও মন্ত্রী-এমপিরা উদ্বোধন অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, বক্তব্য রাখছেন। পুরো নির্বাচন ব্যবস্থায় জগাখিচুড়ি অবস্থা বিরাজ করছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন না ঘটিয়ে বরং সরকারবিরোধীদের নানাভাবে কোণঠাসা করা হচ্ছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করে রুহুল কবির রিজভী বলেন, কার্যালয়ের সামনে নেতাকর্মীদের অবস্থান ছিল শান্তিপূর্ণ। কিন্তু পুলিশের গাড়িতে হেলমেট পরিহিতি ক্যাডারদের দিয়ে আগুন লাগিয়ে দোষ দেয়া হয় বিএনপির। এ ধরনের পরিকল্পিত নাশকতা আওয়ামী লীগ খুব ভালোভাবেই করতে পারে। আর এ হামলাকে কেন্দ্র করেই তারা বিএনপি নেতাদের গ্রেফতার করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই ও গ্রেফতারকৃতদেরকে নিঃশর্ত মুক্তির দাবি জানাই।
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার শেষ দিনে কেন্দ্রীয় কার্যালয়ে ছিল নেতাকর্মীদের উপচেপড়া ভীড়। নিজেদের কর্মী-সমর্থক সঙ্গে নিয়ে ফরম সংগ্রহ ও জমা দেন মনোনয়ন প্রত্যাশীরা। গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত ৪ হাজার ১১২টি ফরম বিক্রি করেছে দলটি। জমা পড়েছে ১ হাজার ২৫৫টি।
এদিকে, জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী রোববার শুরু হবে। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সাক্ষাৎকার নেয়া হবে। প্রথম দিনে রাজশাহী ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা অংশ নেবেন। বাকিগুলো পরে জানিয়ে দেয়া হবে। গত সোমবার থেকে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দুটি ফরম কেনার মধ্য দিয়ে শুরু হয় বিএনপির মনোনয়ন বিতরণ কার্যক্রম। মঙ্গলবার থেকে শুরু হয় ফরম জমা নেয়া।
নির্বাচনের তফসিল ঘোষণার পর গ্রেফতার হওয়া ৪৭২ জন নেতাকর্মীর তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি। সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে এ সংক্রান্ত চিঠিসহ তালিকা জমা দিয়েছে দলটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত এ চিঠিটি কমিশনে জমা দেন বিএনপির কেন্দ্রীয় মামলা তথ্য সংগ্রহকারী কর্মকর্তা মো. সালাহউদ্দিন খান।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ
-
ইসির ইমামতিতে গণতন্ত্রের কবর হয়েছে-জাফরুল্লাহ [ প্রকাশকাল : ১৫ ফেব্রুয়ারী ২০১৯ ০৮.০২ অপরাহ্ন]
-
গণতন্ত্রের নাম নিয়ে সরকার স্বৈরাচারী আচরণ করছে-মঈন খান [ প্রকাশকাল : ১৫ ফেব্রুয়ারী ২০১৯ ০৮.০০ অপরাহ্ন]
-
মামলা আর নালিশই ঐক্যফ্রন্টের সম্পদ-কাদের [ প্রকাশকাল : ১৪ ফেব্রুয়ারী ২০১৯ ০৩.৩১ অপরাহ্ন]
-
তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে অগ্রগতি বাধা ও করণীয় [ প্রকাশকাল : ১৩ ফেব্রুয়ারী ২০১৯ ০৮.৩০ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে আনসার ও গ্রামপ্রতিরক্ষা সমাবেশে -প্রধানমন্ত্রী [ প্রকাশকাল : ১২ ফেব্রুয়ারী ২০১৯ ০৫.০৫ অপরাহ্ন]
-
সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সরকার আন্তরিক-স্বরাষ্ট্রমন্ত্রী [ প্রকাশকাল : ১১ ফেব্রুয়ারী ২০১৯ ০১.০০ অপরাহ্ন]
-
সংবিধান লঙ্ঘনকারীদের কারণে দেশ বার বার পিছিয়ে গেছে-প্রধানমন্ত্রী [ প্রকাশকাল : ১০ ফেব্রুয়ারী ২০১৯ ০৮.৩০ অপরাহ্ন]
-
খালেদা জিয়ার মুক্তির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই [ প্রকাশকাল : ০৯ ফেব্রুয়ারী ২০১৯ ০১.৩০ অপরাহ্ন]
-
মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগ অবরোধ [ প্রকাশকাল : ০৮ ফেব্রুয়ারী ২০১৯ ০৭.০৩ অপরাহ্ন]
-
প্রধানমন্ত্রীর কথাবার্তা লাগামহীন-রিজভী [ প্রকাশকাল : ০৭ ফেব্রুয়ারী ২০১৯ ০৯.১৬ অপরাহ্ন]
-
আমরা অনেকেই ইতিহাস ভুলে যাই-মোস্তফা [ প্রকাশকাল : ০৭ ফেব্রুয়ারী ২০১৯ ০৮.০৭ অপরাহ্ন]
-
আর কোনো রাখাইন বাংলাদেশে ঢুকতে পারবে না-পররাষ্ট্রমন্ত্রী [ প্রকাশকাল : ০৬ ফেব্রুয়ারী ২০১৯ ০৫.৪৩ অপরাহ্ন]
-
দুই মামলায় আরও এক বছরের জামিন পেলেন খালেদা [ প্রকাশকাল : ০৫ ফেব্রুয়ারী ২০১৯ ০৮.৩০ অপরাহ্ন]
-
নির্বাচন নিয়ে কোথাও কোনো প্রশ্ন নেই -কাদের [ প্রকাশকাল : ০৪ ফেব্রুয়ারী ২০১৯ ০৮.৩৩ অপরাহ্ন]
-
শিশুদের মনস্তাত্ত্বিক ভিত্তি পর্যবেক্ষেণেই কর্মমুখী শিক্ষার প্রয়োজন [ প্রকাশকাল : ০৩ ফেব্রুয়ারী ২০১৯ ০৮.২০ অপরাহ্ন]