তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় ধর্ষণচেষ্টা মামলার জের ধরে সংঘর্ষ,আহত ৫

ভালুকায় ধর্ষণচেষ্টা মামলার জের ধরে সংঘর্ষ,আহত ৫
[ভালুকা ডট কম : ১২ ডিসেম্বর]
ভালুকায় ধর্ষণচেষ্টার মামলা তুলে নেওয়ায় চাপের জের ধরে সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন উপজেলার তামাট গ্রামের আবদুস ছামাদের স্ত্রী হুসনেআরা, মেয়ে রুবিনা আক্তার ও সিদ্দিক মিয়ার স্ত্রী ফাতেমা আক্তার এবং ধর্ষণচেষ্টা মামলার আসমী তালাব গ্রামের হোসেন আলীর ছেলে সাদ্দাম হোসেনের স্ত্রী কুলসুম ও মা মিনারা খাতুন। তাদেরকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা তামাট গ্রামে মারামারির ওই ঘটনাটি ঘটে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর শেষ বিকেলে আত্মীয় পরিচয়ে বোনের বাড়িতে পৌঁছে দেওয়ার নামে গজারী বনে নিয়ে রুবিনা আক্তারকে জোরপূর্ব ধর্ষণের চেষ্টা করে ভাড়ায় মোটরসাইকল চালনাকারী সাদ্দাম হোসেন। ওই সময় ধস্তাধস্তিতে নিজেকে রক্ষা করেন রুবিনা। পরে ওই ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা করেন তিনি। এদিকে গত মঙ্গলবার (১১ নভেস্বর) রাতে ওই মামলার আসামী ধরতে যায় থানা পুলিশ। রাতে আসামী না পেয়ে রুবিনাকে পরদিন সকালে থানায় এসে দেখা করার জন্য বলে আসে পুলিশ।

রুবিনার অভিযোগ, বুধবার (১২ ডিস্বের) সকালে সাদ্দামদের বাড়ির পাশ দিয়ে থানায় আসছিলেন তিনি। ওই সময় মামলা করার জের ধরে সাদ্দাম তাকে তুলে নিয়ে তাদের বাড়ির একটি ঘরে আটকে রাখে এবং তাকে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয়। ওই সময় খবর পেয়ে রুবিনার মা ও বোন তাকে উদ্ধার করতে আসলে সাদ্দামসহ তার পরিবারের সদস্যরা তাদেরকে মারপিট করে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

সাদ্দামের স্ত্রী জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে রুবিনা। ঘটনার দিন তিনি বাড়ির পাশে ছাগল চড়াতে গেলে রুবিনাসহ অন্যান্যরা তাদেরকে উদ্দেশ্য করে গালাগাল করে ঢিল নিক্ষেপ করে। তাদের নিক্ষিপ্ত ঢিলে তিনি ও তার শ্বাশুরি আহত হন।# 



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই