তারিখ : ১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় উপজেলা যুব সংহতির সংবাদ সম্মেলন

ভালুকায় উপজেলা যুব সংহতির সংবাদ সম্মেলন
[ভালুকা ডট কম : ১৭ ডিসেম্বর]
ময়মনসিংহ জেলা জাতীয় পাটির যুগ্ন অর্থ বিষয়ক সম্পাদক আবু জাফর সরকার ও তাঁর ছোট ভাই রিপন সরকারকে প্রতিহিংসা মূলক ভাবে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে সোমবার সকালে ভালুকা উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলা যুব সংহতির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে, নেতৃবৃন্দ এ হত্যা মামলা থেকে জাতীয় পার্টির নেতা আবু জাফর সরকার ও রিপন সকারের নাম প্রত্যাহারের জোর দাবী জানিয়েছেন। এ সময়, লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় যুব সংহতি ভালুকা উপজেলা শাখার সভাপতি ফজলুল হক, উপস্থিত ছিলেন উপজেলা যুব সংহতির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মুর্শিদ মিয়া, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক আনিসুর রহমান জুয়েল, প্রচার সম্পাদক আব্দুর রহিম সহ সব ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদক সহ স্থানীয় সংবাদ কর্মীগণ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সংসদ নির্বাচনে মহা জোট প্রার্থীর পক্ষে যেন কাজ করতে না পারে সেই জন্য জাতীয় পার্টির আমাদের নেতাকে দূরে সরিয়ে রাখার জন্য ষড়যন্ত্র মূলক ভাবে এ মামলায় জাড়ানো হয়েছে।

প্রসঙ্গ,গত ১৩ ডিসেম্বর কাশর এলাকায় জমি সংক্রান্ত ঘটনায় মোস্তফা তাঁর মা মরিয়ম বেগম ওরফে শহর বানুকে দা দিয়ে জবাই করে হত্যা করে। হত্যা পর মোস্তফাকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।   মোস্তফা আদালতে ১৬৪ ধারায় জবান বন্দিতে সে একাই এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে স্বীকারোক্তি মূলক জবান বন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছে।হত্যাকান্ডের পর নিহতের ছোট ছেলে জালাল উদ্দিন বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই