তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

যশোর রেল জংশনে দুর্ঘটনায় তেলবাহী ট্যাংকার

যশোর রেল জংশনে দুর্ঘটনায় তেলবাহী ট্যাংকার
[ভালুকা ডট কম : ২০ মে]
যশোর রেল জংশনে দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনের একটি ট্যাংকার দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার দুপুর ১টার দিকে তাপদাহের কারণে সৃষ্ট গ্যাসের চাপে ট্যাংকারটি থেকে তেল পড়তে শুরু করে। তবে অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তেলবাহী ট্রেনটি খুলনা থেকে পার্বতীপুর যাওয়ার কথা ছিল।

যশোর রেল জংশনের মাস্টার মানিকচন্দ্র সরকার জানান, সকালে খুলনা থেকে তেলবোঝাই ট্যাংকারটি পার্বতীপুরের উদ্দেশে রওনা দেয়। যশোর জংশনে আসার পর ক্রসিংয়ের জন্য সাইড লাইনে অবস্থান নেয় ট্রেনটি। দুপুর ১টার পর হঠাৎ একটি ট্যাংকার থেকে তেল পড়তে শুরু করে। এ খবর সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্যাংকারটিতে পানি ছিটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয়রা বোতল ও বালতিতে ভরে প্রায় হাজার লিটার উপচে পড়া তেল নিয়ে যায়। অনেকে ওই তেল কিনে মোটরসাইকেলেও ভরেন।

রেল জংশনের মাস্টার জানান, ট্যাংকারটিতে ৫০ হাজার লিটার তেল ছিল। খুলনা থেকে এই তেল উত্তরবঙ্গের পার্বতীপুর যাচ্ছিল। পরবর্তী ট্রেনের সঙ্গে ওই ট্যাংকারটি যুক্ত করে পার্বতীপুর পাঠানো হবে বলে তিনি জানান।ট্যাংকার দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি বলেও সংশ্লিষ্টরা জানান।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই