তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরের ফেরদৌস মাষ্টার চাকুরী থেকে সাময়িক বরখাস্ত

গৌরীপুরে শিক্ষিকার ওপর হামলার মামলায় ফেরদৌস মাষ্টার চাকুরী থেকে সাময়িক বরখাস্ত
[ভালুকা ডট কম : ১৬ আগষ্ট]
ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভার চকপাড়া হেলাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুসরাত জাহান নিপাকে মারধরের মামলায় পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজাহারুল আনোয়ার ফেরদৌসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় জমি সংক্রান্ত বিরোধে ওই স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস ২৬ জুলাই বিকেলে কালীপুর মধ্যমতরফ এলাকার আব্দুল সালাম ও তার স্ত্রী প্রাথমিক সহকারি শিক্ষক নুসরাত জাহান নিপার ওপর হামলা চালায়। এতে নিপার ডান হাতের মধ্যমা আঙ্গুল ভেঙ্গে যায়। এ ঘটনায় (৩০ জুলাই) আহত শিক্ষিকার স্বামী মোঃ আঃ সালাম বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৩৪ তাং-৩০/০৭/১৭ইং)।

উক্ত মামলায় ফেরদৌস মাষ্টার ১ আগষ্ট ময়মনসিংহের বিজ্ঞ ৪ নং আমলী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এসময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। এ ঘটনায় প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগের উপ পরিচালক ইন্দু ভূষণ দেব স্বাক্ষরিত এক আদেশে ফেরদৌস মাষ্টারকে জেল হাজতে প্রেরণের তারিখ হতে চাকুরী থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

স্থানীয়রা জানান গৌরীপুরে শিশু যৌন হয়রানীর ঘটনায় সংশ্লিষ্ট বিভাগীয় দুটি পৃথক মামলায়  দন্ডপ্রাপ্ত  ও পত্র পত্রিকায় বহুল আলোচিত-সমালোচিত শিক্ষক এই ফেরদৌস। ৫ মার্চ ময়মনসিংহ শহরে একটি হোটেল থেকে সন্দেহ জনক অবস্থায় ১৩/১৪ বছরের জনৈক শিশু কন্যাকে নিয়ে জনতার হাতে ধরা পড়ে উত্তম মধ্যমের শিকার হয় ফেরদৌস মাষ্টার। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষাঙ্গন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই