তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে প্রশাসনের বিশাল র‌্যালি ও আলোচনা

বাংলাদেশের ঐতিহাসিক সাফল্যে
গৌরীপুরে প্রশাসনের বিশাল র‌্যালি ও আলোচনা
[ভালুকা ডট কম : ২২ মার্চ]
স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২২ মার্চ) বিশাল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় পাবলিক হলে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবু সাঈদ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ম. নুরুল ইসলাম প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা জান্নাত-এ-হুর, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার, নির্বাচন কর্মকর্তা সোমা যাদব, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, আবাসিক বিদ্যুত প্রকৌশলী তহুর উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, গৌরীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক সরকার, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আজিজুল হক তালুকদারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। 

গৌরীপুর ইউনিয়ন পরিষদের র‌্যালি

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (২২ মার্চ) র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন ইউপি মেম্বার এখলাছ উদ্দিন নয়ন, রমেন্দ্র চন্দ্র, আবুল হাসেম, আব্দুল হেলিম, মদিনা আক্তার, শামছুন্নাহার বেবী, রানী সরকার, ইউপি সচিব আফরোজা আক্তার, ইউনিয়ন যুবলীগের সভাপতি উজ্জল মিয়া প্রমুখ। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই