তারিখ : ১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুর গণপাঠাগারের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

গৌরীপুর গণপাঠাগারের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন
[ভালুকা ডট কম : ২৪ জানুয়ারী]
ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শুক্রবার (২৪ জানুয়ারী) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের মূল উদ্যোক্তা প্রধান পরিচালক প্রফেসর মুহম্মদ আরশাদ আলী। অনুষ্ঠান সঞ্চনলায় ছিলেন আমিরুল মোমেনীন, আরিফ আহম্মেদ।

বক্তব্য রাখেন পাঠাগারের নির্বাহী পরিচালক রণজিৎ কর, পরিচালক সত্যেন দাস, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নুরুল ইসলাম, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজের মনোবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আহসানুল হক, গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আব্দুল মালেক, কবি আওলাদ হোসেন জসীম, বিশিষ্ট ছড়াকার আজম জহিরুল ইসলাম, কবি নুরুল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, শহীদুল্লাহ হুমায়ুন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক ইয়াহিয়া, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা প্রভাষক মোখলেছুর রহমান, কবি আব্দুল ওয়াহেদ ওয়াজেদ, উমর ফারুক, বিজন চন্দ্র সরকার, উজ্জ্বল রবি দাস, জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন গোপা দাস, রফিকুল ইসলাম রবি, চায়না রানী সরকার, মোহনা সৃজিয়া আনিকা, শর্মী সরকার, অনামিকা সরকার, পৃথা সরকার, প্রিয়াঙ্কা চৌহান, আনিকা, শর্মি সরকার।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই