তারিখ : ১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুরে ৯ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

গৌরীপুরে ৯ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
[ভালুকা ডট কম : ১৯ মে]
ময়মনসিংহের গৌরীপুরে সরকারি নির্দেশ অমান্য করে দোকান-পাট খোলা ও অপ্রয়োজনে বাহিরে ঘুরাঘুরি করায় ব্যবসায়ীসহ ৯ জনকে ৪২ হাজার ৬শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা মঙ্গলবার (১৯ মে) দুপুরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সোমবার (১৮ই মে) সারাদিন উপজেলার বিভিন্ন বাজার ও বিভিন্ন পয়েন্ট গুলোতে মাইকিং করে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দোকান, কাঁচাবাজার ও ওষুধের দোকান ব্যতিত অন্যান্য সকল ব্যবস্ প্রতিষ্ঠান বন্ধ রাখাসহ অপ্রয়োজনে ঘুরাফেরা না করার অনুরোধ করে প্রচারণা চালায়। কিন্তু এই নির্দেশনা অমান্য করে কিছু মুনাফালোভী ব্যবসায়ী দোকানপাট খোলা রেখে দেদারছে ব্যবসা বাণিজ্য করছে এবং অনেকেই অপ্রয়োজনে বাইরে ঘুরাফেরা করে। পরে মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার পৌর শহরের মধ্যবাজার, তাঁতকুড়া ও কলতাপাড়া বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ী আজিজুল হককে ৫শ টাকা, রাজ্জাককে ৪ হাজার টাকা, বাবুলকে ৩ হাজার টাকা, সাগরকে ১ হাজার ৯শ টাকা, মিজানকে ২০ হাজার টাকা, আঃ হাকিমকে ২শ টাকা ও গৌরীপুর ইলেক্ট্রনিক্সকে ৭ হাজার টাকা, মাসুদকে ৫ হাজার টাকা, ও এরশাদুলকে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মাসুদ রানা অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাস সংক্রমন রোধে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। #



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৬ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই