তারিখ : ০৯ মে ২০২৪, বৃহস্পতিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নেত্রকোণার মদনে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৭

নেত্রকোণার মদনে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৭
[ভালুকা ডট কম : ১৬ অক্টোবর]
নেত্রকোণার মদনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ৭জন আহত হয়েছে। শুক্রবার সন্ধায় পৌরসদরের ৩নং ওয়ার্ডের ফচিকা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, পৌরসদরের ফচিকা গ্রামের হাবিবুর রহমানের ধান ক্ষেতে একই গ্রামের কাইয়ুম মিয়ার গরু প্রবেশ করে ফসলি জমির ফসল খেয়ে ফেলে। এতে হাবিবুর রহমানের সাথে কাইয়ুম মিয়ার বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে কাইয়ুম মিয়ার লোকজন হাবিবুর রহমানের লোকজনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে দুপক্ষের মাহিনুর আক্তার(২৭), টিটন মিয়া(২২), লিটন মিয়া(৩৮), হিরা মিয়া(৩২), তমা আক্তার (৩০), কামরুল (৪৪), শামসু মিয়া (৬৩) আহত হয়। আহতদের মধ্যে টিটন মিয়া, লিটন মিয়া, হিরা মিয়ার অবস্থা আশংকা জনক থাকায় কর্তব্যরত ডাঃ এ,কে,এম রিফাত সাঈদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকীরা মদন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মদন থানার ওসি আহম্মদ কবীর হোসেন জানান, পৌর সদরে ফচিকা গ্রামে গরু দিয়ে ধান ক্ষেত খাওয়ানোকে কেন্দ্র করে হাবিবুর রহমানের লোকজনের সাথে কাইয়ুম মিয়ার লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে কোন পক্ষই মামলা করতে আসেনি।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

জীবন যাত্রা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই