তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

ভালুকায় স্কুল বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ
ভালুকায় রমজানে স্কুল বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ
[ভালুকা ডট কম : ২৭ মার্চ]
ভালুকায় রমজানে স্কুল বন্ধের দাবিতে সোমবার দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্কুলের সামনে সিডস্টোর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ।এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির সদস্যদের বিরুদ্ধে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি উপস্থিত হয়ে স্কুল বন্ধের ঘোষনা দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

জানাযায়, পবিত্র রমজান মাসে সারাদেশে স্কুল বন্ধ থাকলেও উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় খোলা রাখা হয়।স্কুলের ছাত্র-ছাত্রীরা স্কুল বন্ধের দাবি জানান ১ রমজান থেকে তাদের দাবি না মানায় সোমবার দুপুরে স্কুলের সামনে সিডস্টোর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাহাব উদ্দিন তালুকদার ঘটনাস্থলে  উপস্থিত হয়ে স্কুল বন্ধের ঘোষনা দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এসময় স্কুল পরিচালনা কমিটির সদস্যরা  স্কুলের শিক্ষার্থীদের উপর হামলা চালায় । হামলায় কয়েক জন শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের ফেইবুক থেকে  জানাযায়।

নাম প্রকাশে আহত শিক্ষার্থীরা জানান, ম্যানেজিং কমিটির সদ্যসরা আমাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে ২০/২৫ জন ছাত্র-ছাত্রীকে  মারপিট করে আহত করেছেন। স্কুলের প্রধান শিক্ষক নূরুল ইসলাম খান মানিক বলেন, স্কুল পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্কুল খোলা রেখে ছিলাম আজকে বন্ধ দিয়ে দেয়া হয়েছে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাহাব উদ্দিন তালুকদার জানান,শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্কুল বন্ধের ঘোষনা দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।স্কুল পরিচালনা কমিটির সদস্যদের  হামলায় শিক্ষার্থী আহত হওয়ার  কথা অস্বীকার করে বলেন রাস্তা পরিস্কার করার সময় মনে হয় শিক্ষার্থীরা আহত হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ন্যায্য দাবী নিয়ে আন্দোলনে   ম্যানেজিং কমিটির এভাবে মারপিট করা ঠিক হয়নি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

উপজেলা নির্বাহী অফিসার ছালমা খাতুন জানান,আহত শিক্ষার্থী সহ ছাত্র-ছাত্রীরা আমার অফিসে এসেছিল আমি ম্যানেজিং কমিটির সকল সদস্যদের আগামীকাল অফিসে আসতে বলেছি শুনে ব্যাবস্থা নিব।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকা বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই