তারিখ : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

কালিয়াকৈরে উত্তরাঞ্চলমুখী যাত্রীদের ভিড়

কালিয়াকৈরে উত্তরাঞ্চলমুখী যাত্রীদের ভিড়, ভাড়া দ্বিগুণ
[ভালুকা ডট কম : ১৫ ডিসেম্বর]
আগামী দুইদিনের ছুটিকে কেন্দ্র করে শিল্পনগরী গাজীপুর থেকে উত্তরাঞ্চলমুখী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এ সুযোগ কাজে লাগিয়ে পরিবহণ সংশ্লিষ্টরা ভাড়া বৃদ্ধি করেছে বলে  অভিযোগ যাত্রীদের। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর)  দুপুর থেকে গাজীপুর জেলার  উত্তরবঙ্গের প্রবেশধার চন্দ্রা বাস টার্মিনাল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় ঘরমুখী যাত্রীদের ভিড় বেড়েছে।

জানা গেছে, শুক্রবার সপ্তাহিক ছুটি ও শনিবার ১৬ ডিসেম্বর উপলক্ষে সরকারি ছুটিকে কেন্দ্র করে নানা শ্রেণী পেশার মানুষ পরিবারের সাথে ছুটি কাটাতে গন্তব্যে রওনা দিয়েছেন। এতে মহাসড়কে বেড়েছে যানবাহনের তীব্র চাপ। এদিকে যাত্রীদের উপচে পড়ে ভিড়কে কেন্দ্র করে পরিবহন ব্যবসায়ীরা অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেছেন অনেক যাত্রীরা। সালমা  নামে এক পোশাক শ্রমিক জানান, দুই দিনের ছুটি পেয়ে বাড়ি যাচ্ছি। কাউন্টারে গিয়ে সিরাজগঞ্জের টিকিট চাইতেই বলে টিকিট ৩০০ টাকা। নিলে নেন না নিলে ২০০ টাকা দিয়ে দাঁড়িয়ে যান।

হাবিবুর  রহমান জানান, পরিবারের চারজন নিয়ে রংপুর যাচ্ছি। কাউন্টারে গিয়ে দেখি গাড়ির টিকিট নাই। কিছুক্ষণ পর একজন বলল ১০০ টাকা করে বাড়িয়ে দিলে গাড়িতে উঠিয়ে দিবে। ভাড়া বৃদ্ধির ব্যাপারে কথা বলতে নাবিল পরিবহণের একটি কাউন্টারে গেলে সেখানকার ম্যানেজার এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। তবে ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের চালক আবু রাজ্জাক বলেন, হরতাল অবরোধের কারণে দীর্ঘদিন ধরে যাত্রীদের চাপ নেই। যাত্রীদের চাপ বেড়েছে। অনেকেই সিট পাচ্ছেনা। সেইজন্যে ভাড়া কিছুটা বাড়িয়ে নেয়া হচ্ছে।

এদিকে হরতাল অবরোধের নাকাল মহাসড়কে পরিবহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় যাত্রীদের চাপ বেড়েছে। যেহেতু উত্তরাঞ্চলে প্রবেশের প্রধান সড়ক এটি। তাই এটি গুরুত্বপূর্ণ, সড়কটি নিরাপদ রাখতে আমরা সবসময় নজরদারি করছি।#





সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই