বিস্তারিত বিষয়
কবিতা-জীবন-গল্প,সফলতা মোদের ধন
কবিতা-জীবন-গল্প,সফলতা মোদের ধন
[ভালুকা ডট কম : ১৬ নভেম্বর]
জীবন-গল্প/ আব্দুল হাকিম
জীবন নহে খেলনার পুতুল
নহে ইট পাথর, নহে কাঁচের থালা,
ভাঙ্গিয়া কাটিয়া যাবে বলিয়া
যেইজন ব্যক্তি করিবে অবহেলা।
প্রকৃতিকে জিজ্ঞাসাবাদে মিলবে তোমার
সকল প্রশ্নের ঢালা।
চাঁদকে ডাকিয়া বলি চাঁদ মামা শুঁনো
মিটি মিটি হাঁস তুমি সর্বদায় কেন?
তোমার ঐই মিটি মিটি হাঁসির আলো
যদি করিয়া দিতে পারে মোর জীবনকে ভালো।
তবে কৃতজ্ঞ হয়ে থাকিব চাঁদ মামা
তোমারি পদার্পনে।
সূর্যকে ডাকিয়া বলি ও সূর্যি মামা শুনো
উত্তপ্ত তাপ সর্বদায় কেন শরীরে প্রবাহিত করো,
তবে কি বাঁচিতে দিবে না মোরে
দেবে না তুমি এই ভূবনে বাঁচিবার তরে ঠাঁই
এভাবেই মরিবো বলে লেখা ছিল মোর ললাটাই।
সফলতা মোদের ধন / আব্দুল হাকিম
অসীম সৌন্দর্যে ঘেরা
মোদের প্রিয় বাংলাদেশের ছায়া,
ছাড়িতে পারি না মায়া
জরিয়ে আছে যেন
মোদের অন্তগৃহ করিয়া।
পারি দেই বহু নদ-নদী
পারি দেই পাহাড়,
ছাড়িতে পারি না কভু মোরা
মায়া যে তাহার।
যতবার পারি দেই মোরা
মনে করি ততবার,
এই জিবন নইকো বিথা
যদি পারি দেই মোরা একবার।
তাই বাংলায় রাঁধি মোরা
বাংলায় বাধি সুর,
পারিবো বলে পারি দিয়া
অন্তর করি আকোল।
[ভালুকা ডট কম : ১৬ নভেম্বর]
জীবন-গল্প/ আব্দুল হাকিম
জীবন নহে খেলনার পুতুল
নহে ইট পাথর, নহে কাঁচের থালা,
ভাঙ্গিয়া কাটিয়া যাবে বলিয়া
যেইজন ব্যক্তি করিবে অবহেলা।
প্রকৃতিকে জিজ্ঞাসাবাদে মিলবে তোমার
সকল প্রশ্নের ঢালা।
চাঁদকে ডাকিয়া বলি চাঁদ মামা শুঁনো
মিটি মিটি হাঁস তুমি সর্বদায় কেন?
তোমার ঐই মিটি মিটি হাঁসির আলো
যদি করিয়া দিতে পারে মোর জীবনকে ভালো।
তবে কৃতজ্ঞ হয়ে থাকিব চাঁদ মামা
তোমারি পদার্পনে।
সূর্যকে ডাকিয়া বলি ও সূর্যি মামা শুনো
উত্তপ্ত তাপ সর্বদায় কেন শরীরে প্রবাহিত করো,
তবে কি বাঁচিতে দিবে না মোরে
দেবে না তুমি এই ভূবনে বাঁচিবার তরে ঠাঁই
এভাবেই মরিবো বলে লেখা ছিল মোর ললাটাই।
সফলতা মোদের ধন / আব্দুল হাকিম
অসীম সৌন্দর্যে ঘেরা
মোদের প্রিয় বাংলাদেশের ছায়া,
ছাড়িতে পারি না মায়া
জরিয়ে আছে যেন
মোদের অন্তগৃহ করিয়া।
পারি দেই বহু নদ-নদী
পারি দেই পাহাড়,
ছাড়িতে পারি না কভু মোরা
মায়া যে তাহার।
যতবার পারি দেই মোরা
মনে করি ততবার,
এই জিবন নইকো বিথা
যদি পারি দেই মোরা একবার।
তাই বাংলায় রাঁধি মোরা
বাংলায় বাধি সুর,
পারিবো বলে পারি দিয়া
অন্তর করি আকোল।
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
সাহিত্য পাতা বিভাগের অন্যান্য সংবাদ
-
উদার আকাশ পত্রিকার,স্মরণ সংখ্যা উদ্বোধন [ প্রকাশকাল : ০৫ আগস্ট ২০২৩ ০১.০৫ অপরাহ্ন]
-
পত্নীতলায় কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত [ প্রকাশকাল : ২২ ফেব্রুয়ারী ২০২২ ০৫.২০ অপরাহ্ন]
-
কবিতা, সুন্দর স্বপ্নের চাষাবাদ [ প্রকাশকাল : ২৩ অক্টোবর ২০২১ ০৬.০৬ অপরাহ্ন]
-
সেই সব মজার মানুষ গ্রন্থের মোড়ক উম্মোচন [ প্রকাশকাল : ২২ অক্টোবর ২০২১ ০৫.১৫ অপরাহ্ন]
-
কবিতা-জীবন-গল্প,সফলতা মোদের ধন [ প্রকাশকাল : ১৬ নভেম্বর ২০২০ ০৯.৩৯ অপরাহ্ন]
-
কঠিন জ্বর ২/৩দিন ধরে ঘুম নেই আবোলতাবোলে চলি [ প্রকাশকাল : ১২ এপ্রিল ২০২০ ০৩.৫৯ অপরাহ্ন]
-
আমার একটা কলম আছে [ প্রকাশকাল : ০২ এপ্রিল ২০২০ ০৫.৪০ অপরাহ্ন]
-
নান্দাইলে ‘দুঃখ বহর কাব্য’ গ্রন্থের মোড়ক উম্মোচন [ প্রকাশকাল : ২৪ ফেব্রুয়ারী ২০২০ ০৬.৪০ অপরাহ্ন]
-
কক্সবাজারে দু’দিনব্যাপী কবিতার শান্তিযাত্রা [ প্রকাশকাল : ০৫ জানুয়ারী ২০২০ ০৪.০০ অপরাহ্ন]
-
সংস্কৃতির আত্মানুসন্ধানে পহেলা বৈশাখের অগ্রযাত্রা [ প্রকাশকাল : ০৯ এপ্রিল ২০১৯ ১০.০০ অপরাহ্ন]
-
সবিতা গ্রন্থাগার জ্ঞানের আলো ছড়িয়ে আসছে ১০৪ বছর [ প্রকাশকাল : ০৮ এপ্রিল ২০১৯ ০৭.১১ অপরাহ্ন]
-
ঢেউয়ের মিনার কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন [ প্রকাশকাল : ১৪ ফেব্রুয়ারী ২০১৯ ০৩.৩০ অপরাহ্ন]
-
নীনার “এসো বঙ্গবন্ধুকে জানি” বইয়ের মোড়ক উন্মোচন [ প্রকাশকাল : ১১ ফেব্রুয়ারী ২০১৯ ০৭.০০ অপরাহ্ন]
-
নান্দাইলে কবি আব্দুল হান্নান ইউজেটিক্সকে সংবর্ধনা [ প্রকাশকাল : ২৪ আগস্ট ২০১৮ ০১.০০ অপরাহ্ন]
-
এক গুচ্ছ রোমান্টিক কবিতা [ প্রকাশকাল : ২৬ জুলাই ২০১৮ ০৮.৩০ অপরাহ্ন]