তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নান্দাইলে বাউল মেলা সাহিত্য সংকলনের বই বিতরণ

নান্দাইলে বাউল মেলা সাহিত্য সংকলনের বই বিতরণ ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত
[ভালুকা ডট কম : ০৭ জুন]
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাউল মেলা ফেসবুক সাহিত্য গ্রুপের আয়োজনে সোমবার (৭ জুন) নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে “বাউল মেলা সাহিত্য সংকলন” বই বিতরণ ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাউল মেলা ফেসবুক গ্রুপের এডমিন (আমেরিকান প্রবাসী) ও নান্দাইল প্রেসক্লাবের আজীবন সদস্য মো. আজিজুল হক এর সভাপতিত্বে মুক্ত আলোচনা ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চন্ডিপাশা ইউপি’র সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো. শাহাব উদ্দিন ভুইয়া।

প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নান্দাইল শাখার সভাপতি মো. আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু প্রমুখ।

মুক্ত আলোচনায় বক্তারা বাংলাদেশের বাউল সংস্কৃতি ও বাংলার সাহিত্যকে সম্প্রসারন ও সংরক্ষন করার জন্য বাউল মেলা ফেসবুক সাহিত্য গ্রুপকে আরো এগিয়ে যাবার শুভকামনা জানান। এসময় নান্দাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জু, নান্দাইল সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক মো. শাহজাহান ফকির, প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আবু হানিফ সরকার, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন ফকির, অডিটর মাও. মো. ইসলাম উদ্দিন, সদস্য মো. রমজান আলী, বাউল মেলা ফেসবুক গ্রুপের সদস্য মো. বাবুল মিয়া, শরীফ মোহাম্মদ, সাংবাদিক রফিকুল ইসলাম মোড়ল, মাহাবুব আলম খান, আবু হানিফা, মঞ্জুরুল হক, সাফায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।#




সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

ভালুকার বাইরে বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই