বিস্তারিত বিষয়
পরকীয়ার অবসান চাচীকে বিয়ে করলেন আওয়ামী লীগ নেতা
সখীপুরে পরকীয়ার অবসান দুই সন্তানসহ চাচীকে বিয়ে করলেন আওয়ামী লীগ নেতা
[ভালুকা ডট কম : ২৫ আগস্ট]
দীর্ঘদিনের পরকীয়ার অবসান ঘটিয়ে অবশেষে চাচার দুই সন্তানসহ স্কুল শিক্ষক চাচী রহিমা আক্তার রুমাকে (৩৫) বিয়ে করলেন বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। উপজেলার কালিদাস পানাউল্লাহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিজের স্ত্রী সন্তান থাকতেও চাচার কাছ থেকে চাচীকে ভাগিয়ে নিয়ে দুই সন্তানসহ বিয়ে করায় বিষয়টি রাজনৈতিক মহল,এলাকাবাসী ও চায়ের দোকানে দোকানে এখন গল্পশল্পের খোরাক হয়ে দাড়িয়েছে।
জানা যায়, ১৯৯৮ সালে উপজেলার কালিদাস পানাউল্লাহপাড়া গ্রামের রাইজ উদ্দিনের ছেলে ইমান আলীর সাথে নলুয়া মোল্লাপাড়া গ্রামের আমির মোল্লার মেয়ে রহিমা আক্তার রুমার বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পরই ভাসুর হাজী আবদুল ছবুর মুন্সীর ছেলে আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলামের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন রহিমা। এর ফলে দিনদিন রহিমা তার স্বামী ইমান আলীর সাথে দূরত্ব সৃষ্টি করতে থাকে। এক পর্যায়ে বিষয়টি সারা গ্রামে ছড়িয়ে পড়লে শরিফকে এ পথ থেকে ফেরাতে তার পরিবার ২০১৭ সালে বাসাইলের ময়থা গ্রামের বিয়ে করান। এতেও শরীফ আর রহিমা সম্পর্ক পিছপা হননি। অবশেষে ২০১৯ সালে চাচীকে দিয়ে চাচাকে ডিভোর্জ করান শরীফুল। অবশেষে দুই পরিবারের সমঝোতায় গেল সপ্তাহে বিয়ের মাধ্যমে ভাতিজা শরীফুল ইসলাম ও চাচী রহিমা আক্তার রুমির দেড় যুগের পরকীয়ার অবসান ঘটলো। সত্যতা প্রমাণে চাচী রহিমা ও তার ভাই আনোয়ার মোল্লার মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা উভয়ই বিয়ে হওয়ার সত্যতা স্বীকার করেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, শরিফুল ও রহিমার পরিবারের সমঝোতার মাধ্যমে এ বিয়েটি সম্পন্ন করা হয়েছে এবং তা শরিফের বর্তমান স্ত্রীও মেনে নিয়েছে। বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম বলেন, নিজের স্ত্রী সন্তান থাকার পরও সমাজে নেতৃত্বদানকারী ব্যক্তি হয়ে শরিফুল ইসলামের এরকম একটি কাজ করা ঠিক হয়নি।
রহিমার পূর্বের স্বামী ইমান বলেন, শরিফ আমার ভাতিজা হয়ে আমার সুখের সংসার জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। আমার সন্তান দুটো সে ছিনিয়ে নিয়েছে। আমি ওই লম্পটের বিচার চাই।চাচীকে বিয়ে করার বিষয়টি স্বীকার করে বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম বলেন, লকডাউন থাকায় বিয়ের সময় দাওয়াত দিতে পারিনাই আপনাদের অচিরেই দাওয়াতের ব্যবস্থা করা হবে।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
পাঠক মতামত বিভাগের অন্যান্য সংবাদ
-
আহত স্কুলছাত্রীকে বাঁচাতে এগিয়ে আসুন [ প্রকাশকাল : ০১ সেপ্টেম্বর ২০২৩ ০২.৪০ অপরাহ্ন]
-
১১ জন শিক্ষার্থীর উচ্চশিক্ষা গ্রহন অনিশ্চিত [ প্রকাশকাল : ২৭ আগস্ট ২০২৩ ০১.০০ অপরাহ্ন]
-
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে যশোরের সাংবাদিক নেতা [ প্রকাশকাল : ০৩ আগস্ট ২০২৩ ১১.০০ পুর্বাহ্ন]
-
রাণীনগরের সজিবের সন্ধান চায় তার পরিবার [ প্রকাশকাল : ২৭ জুলাই ২০২৩ ০২.০০ অপরাহ্ন]
-
নওগাঁর নতুন জেলা প্রশাসক মো. গোলাম মওলা [ প্রকাশকাল : ১৫ জুলাই ২০২৩ ০১.৩০ অপরাহ্ন]
-
ডাক্তার হওয়ার স্বপ্ন লিজার [ প্রকাশকাল : ০৩ ডিসেম্বর ২০২২ ০৪.৪০ অপরাহ্ন]
-
কেন্দুয়ায় ৭দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ [ প্রকাশকাল : ২৯ আগস্ট ২০২২ ০২.৪৬ অপরাহ্ন]
-
পত্রিকার বাহক পরী’র খবর কেউ রাখেননি [ প্রকাশকাল : ১৭ জুলাই ২০২২ ০৫.০৪ অপরাহ্ন]
-
ছেলেটির পরিবারের সন্ধান মিলেনি [ প্রকাশকাল : ০১ জুলাই ২০২২ ০৬.০০ অপরাহ্ন]
-
কিশোরগঞ্জের পল্লী থেকে বৃদ্ধা নিখোঁজ [ প্রকাশকাল : ২৭ জুন ২০২২ ০৫.০৫ অপরাহ্ন]
-
সুব্রত পেলেন চীনে সেরা গ্র্যাজুয়েট সম্মাননা [ প্রকাশকাল : ২৫ জুন ২০২২ ০৪.১৪ অপরাহ্ন]
-
এক মায়ের আকুতি- [ প্রকাশকাল : ২১ জুন ২০২২ ০৫.০০ অপরাহ্ন]
-
নান্দাইলে রাজন ২মাস ধরে নিখোঁজ [ প্রকাশকাল : ১৪ জুন ২০২২ ০৬.২০ অপরাহ্ন]
-
নান্দাইল পৌর সভার রাস্তা সংস্কারের আবেদন [ প্রকাশকাল : ১৩ জুন ২০২২ ০৪.৪৫ অপরাহ্ন]
-
মানুষ মানুষের জন্য [ প্রকাশকাল : ২৮ এপ্রিল ২০২২ ০৯.০০ পুর্বাহ্ন]