তারিখ : ২৮ এপ্রিল ২০২৪, রবিবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গফরগাঁও ভালুকা তিতাস গ্যাস আঞ্চলিক অফিসের-

গফরগাঁও ভালুকা তিতাস গ্যাস আঞ্চলিক  অফিসের ব্যবস্থাপকের বিরুদ্ধে অনিয়ম নানা অভিযোগ উপজেলা প্রশাসনের
[ভালুকা ডট কম : ১০ আগষ্ট]
ময়মনসিংহের গফরগাঁও ভালুকা তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্্িরবিউশন কোপম্পানি লিমিটেডের আঞ্চলিক বিক্রয় ও বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক ও গফরগাঁও এরিয়া অফিসের উপসহকারি প্রকৌশলীর বিরুদ্ধে নানা অনিয়মে অভিযোগ উঠেছে।আর তিতাস গ্যাস অফিসের ঐসব কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন গফরগাঁও উপজেলা পরিষদের একাধিক কর্মকর্তা।

জানাাযায়, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রবিউশন কোপম্পানি লিমিটেডের বিক্রয় ও বিতরণ বিভাগ গফরগাঁও উপজেলা পরিষদ সরকারি কোয়াটার সমূহে ১৯৯২ সালে গ্যাস সংযোগ দেয়।সংযোগের পর উপজেলার পরিষদ কোয়ারটারে বসবাসরত পূর্বের কর্মকর্তাদের কাছে বিপুল অংকের গ্যাস বিল বকেয়া পড়ে।পরিষদের কোয়াটারে বর্তমানে যে সব কর্মকর্তা বসবস করছেন তারা নিয়মিত গ্যাস বিল পরিশোধ করে আসছে।কিন্তু গত বুধবার(২আগষ্ট)তিতাস গ্যাস বিক্রয় ও বিতনণ বিভাগের গফরগাঁও-ভালুকার আঞ্চলিক অফিসের ব্যববস্থাপক শাহাজান আলী ও গফরগাঁও এরিয়া অফিসের উপসহকারি প্রকৌশলী শফিউল মোল্লা বিনা নোটিশে উপজেলা পরিষদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।এতে চরম বিপাকে পড়নে কোয়াটারে বসবাসরত কর্মকর্তার পরিবার পরিজন।উপায় না পেয়ে অনেক কর্মকর্তা জরুরী প্রয়োজনে বাজার থেকে এলপিজি গ্যাস কিনে সংসারে রান্না কাজ সামাল দিচ্ছেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রাশেদ খান বলেন,আমরা নিয়মিত গ্যাস বিল পরিশোধ করে কেয়াটারের বসবাস আসছি।আমাদের আগে যারা কোয়াটারের ছিলেন তিতাস গ্যাস তাদের কাছ থেকে বকেয়া আদায়ে ব্যর্থ হয়েছে।এ জন্য  আমরা দায়ী।

এবিষয়ে ভালুকা গফরগাঁও তিতাস গ্যাস আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী শাজাহান আলীর সঙ্গে মোঠুফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,গফরগাঁও উপজেলা পরিষদের কাছে তিতাস গ্যাস কোম্পানি প্রায় আট লাখ টাকা বকেয়া বিল রয়েছে।বারবার তাগিদ দেওয়ার পরও গফরগাঁও উপজেলা পরিষদ বকেয়া বিল পরিশোধ করেনি।

গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমান অভিযোগ করে বলেন,আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী শাজাহান আলী ও গফরগাঁও এরিয়া অফিসের উপসহকারি প্রকৌশলী শফিউল মোল্লা নিজেদের অনিয়ম আড়াল করতে বকেয়া বিল আদারের অজুহাতে উপজেলা পরিষদ সরকারি কোয়াটারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।আমি ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য তাদের বারবার তাগিদ দেওয়ার পরও তিতাস গ্যাস আমাকে কোন ধরণের সহযোগিতা করছেন না।#






সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই