তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

মদনে মাদক ব্যবসায়ীকে গণধোলাই,থানায় অভিযোগ

মদনে মাদক ব্যবসায়ীকে গণধোলাই,মোটরসাইকেল ভাংচুর থানায় অভিযোগ
[ভালুকা ডট কম : ১৫ অক্টোবর]
নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর হাটশিরা বাজারে অবৈধ ডিস ব্যবসার আড়ালে চুরি, মাদক ব্যবসায় জড়িত থাকায় বুধবার রাতে মাদক সেবনকারী বাবু(২৬) কে গণধোলাই দিয়ে তার মোটর সাইকেলে জুতা বেধে দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে রেখেছে ব্যবসায়ী কমিটির লোকজন। এ ব্যাপারে বৃহস্পতিবার বিকালে ব্যবসায়ীদের পক্ষে নান্টু ভূইয়া বাদী হয়ে মাদক ব্যবসায়ী বাবুসহ তিনজনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জানাযায়, গত কয়েকদিন ধরে হাটশিরা বাজারে বাবুর ডিস ঘরে ইয়াবা সেবন ও বিক্রি করায় রাতভর লোকজন আনাগোনা করে। এতে কয়েকদিনে বাজারে বেশ কয়েকটি দোকানে চুরি সংঘটিত হয়। বাজার কমিটির লোকজন বাবুকে অবৈধ কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করেন। এতে বাবু ক্ষিপ্ত হয়ে বাজার কমিটির লোকজনের সাথে অশালীন আচরণ করে প্রাণনাশের হুমকি দেয়। এরই প্রেক্ষিতে ব্যবসায়ী কমিটির সভাপতি আলী আকবর ভূইয়ার সভাপতিত্বে বুধবার বিকালে  বাজারে ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠক করেন। এ সব অনৈতিক কাজে বাবু জড়িত থাকায় রাতে বাজারে আসতে কমিটির লোকজন তাকে নিষেধ করে । বাবু তাদের নিষেধ উপেক্ষা করে ওই রাতেই বাজারে এসে উল্টো ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি দেয়। এ সময় বাজারের ব্যবসায়ীরা একত্রিত হয়ে তাকে গণধোলাই দিলে তার বাহন মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে ব্যবসায়ীরা তার মোটরসাইকেল ভাংচুর করে হাটশিরা বাজারের চৌরাস্তার মোড়ে গাড়িতে জুতা বেধে দড়ি দিয়ে একটি গাছে ঝুলিয়ে রাখে।

ফতেপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ইসলাম চৌধুরী জানান, বাবু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গত কয়েকদিনে হাটশিরা বাজারে ইয়াবা সেবন-বিক্রি করায় একাধিক দোকানে চুরি সংঘটিত হলে বুধবার বাজার কমিটির লোকজন সভা করে বাবুকে বাজারে আসতে নিষেধ করে। নিষেধ অমান্য করে রাতে বাবু বাজারে আসায় কমিটির লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে গণধোলাই দেয়। শুনেছি এ ব্যাপারে বাজার কমিটি থানায় একটি অভিযোগ করেছেন।

এ ব্যাপারে এস আই মোশারফ হোসেন জানান, এলাকাবাসী বৃহস্পতিবার বিকালে থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্তাধীন রয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই