তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

গৌরীপুর বিধিমালা না মেনে নামমাত্র মূল্যে গাছ বিক্রি

গৌরীপুর সরকারি কলেজের ৬টি গাছ বিধিমালা না মেনে বিক্রয় করা হয়েছে
[ভালুকা ডট কম : ০৯ জুন]
যথাযথ বিধিমালা না মেনেই নামমাত্র মূল্যে গাছ বিক্রি করে দিয়েছে ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজ কর্তৃপক্ষ। গত ৬ জুন এ গাছগুলো বিক্রয় করা হয়। এর প্রতিবাদে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা আন্দোলনে ফুঁসে ওঠে, অনুষ্ঠিত হয় মানববন্ধন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কাঠ ব্যবসায়ী জানান- সরকারি কলেজের ৬টি গাছের বাজার মূল্য দেড় লাখ টাকার বেশি, অথচ মাত্র ৭৩ হাজার টাকায় গাছগুলো বিক্রি করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ ১৭টি সিডিউল বিক্রয় করলেও সিন্ডিকেটের মাধ্যমে ম্যানেজ হয়ে দরদামে অংশ গ্রহণ করেনি সবাই।

বিধিমালা অনুযায়ী পদাধিকার বলে উপজেলার যেকোন সরকারি গাছ বিক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও সদস্য সচিব বন কর্মকর্তা (রেঞ্জার)। অথচ গৌরীপুর সরকারি কলেজের গাছ বিক্রির টেন্ডারের বিষয়টি জানতেন না তাঁরা। টেন্ডারের সময় উপস্থিত থাকতে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন কর্মকর্তাকে ।  =গৌরীপুর সরকারি কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক মুক্তাদির হাসান খান তুষার বলেন- এই গাছগুলো সম্পূর্ণ বেআইনিভাবে বিক্রয় করেছে কলেজ কর্তৃপক্ষ। আমি সাধারণ ছাত্র ছাত্রী ও ছাত্র লীগের পক্ষ থেকে এই টেন্ডার বাতিলের দাবি জানাচ্ছি।

গৌরীপুর উপজেলা বন কর্মকর্তা (রেঞ্জার) মোঃ লুৎফুর রহমান জানান- কয়েকদিন আগে কলেজের কিছু গাছের মূল্য নির্ধারণ করে দিতে আমাদের বলা হয়। আমরা গাছগুলোর একটি প্রাথমিক মূল্যও নির্ধারণ করে দিয়েছিলাম। কিন্তু গাছ বিক্রির টেন্ডার আহ্বান ও বিক্রি করার ব্যাপারে আমাকে কিছুই জানানো হয়নি। গাছগুলো হলো- ২টি কৃঞ্চচুড়া, ১টি বড় মেহগনি ও ৩টি সেগুন। যার প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছিলো ৭১ হাজার ৯৯৯ টাকা। নিয়মানুযায়ী সরকারি গাছ বিক্রির সময় বন বিভাগের একজন প্রতিনিধি সেখানে উপস্থিত থাকতে হয়। কিন্তু গৌরীপুর সরকারি কলেজ কর্তৃপক্ষ এসব নিয়ম না মেনেই গাছগুলো বিক্রয় করে দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি গাছ বিক্রয় কমিটির সভাপতি হাসান মারুফ জানান- সরকারি কলেজের ৬টি গাছের মূল্য গৌরীপুর বন বিভাগ থেকে নির্ধারণ করে দেয়া হয়েছে, এ পর্যন্তই আমি জানি। টেন্ডারের সময় আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হয়নি। পরে শুনলাম গাছ বিক্রির প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা আন্দোলন করছে।

গৌরীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিল্টন ভট্টাচার্য বলেন- নিয়ম মেনেই গাছ বিক্রয় করা হয়েছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

শিক্ষাঙ্গন বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই