তারিখ : ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সংবাদ শিরোনাম

বিস্তারিত বিষয়

নান্দাইলে লাশ উদ্ধার,মহিলার প্রানহানী,ইয়াবা সহ গ্রেফতার

নান্দাইলে হাইওয়ে রাস্তার পার্শ্ব থেকে যুবকের লাশ উদ্ধার
[ভালুকা ডট কম : ১১ জুন]
ময়মনসিংহের নান্দাইল হাইওয়ে থানাধীন ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের বারুইগ্রাম নামক স্থানের রাস্তার পার্শ্ব থেকে ৩৫ বছরের অজ্ঞাতনামা এক যুবকের লাশ শুক্রবার উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ খান জানান, সড়কে কোন যানবাহনের আঘাতে সে মৃত্যুবরণ করেছে। লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।#  

নান্দাইলে অবৈধ বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে মহিলার প্রানহানী
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ফুলবাড়িয়া (চরপাড়া) গ্রামে গত ৯ই জুন জনৈক আবদুর রহিমের স্ত্রী জামেনা খাতুন (৫১) অবৈধ বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। জানাগেছে, আবদুর রহিম তার নিজস্ব মিটার থেকে অবৈধভাবে সেচ কাজ চালানোর জন্য আরও একটি পার্শ্ব লাইন তৈরি করে সেচ পাম্প চালিয়ে যাচ্ছিল। বুধবার উক্ত মহিলা উক্ত অবৈধ বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে মৃত্যুবরণ করে। নান্দাইল মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য পাঠাতে চাইলে উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহানের মধ্যস্থতায় লাশ ময়না তদন্ত ছাড়া দাফন করা হয়। উল্লেখ্য, বিগত মে ও জুন মাসে নান্দাইল উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে আরও ৩জন অকালে প্রাণ হারায়।#

নান্দাইলে অব:প্রাপ্ত বিডিআর সদস্য ৪২৫ পিস ইয়াবা সহ গ্রেফতার
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামের অবসর প্রাপ্ত বিডিআর সদস্য মৃত মোমতাজ উদ্দিনের পুত্র নূরুল হককে বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব সদস্যরা ৪২৫পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করেছে। উক্ত ঘটনায় র‌্যাব বাদী হয়ে নান্দাইল মডেল থানায় মাদব দ্রুব নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। উল্লেখ্য, উক্ত নূরুল হক ইতি পূর্বে আরও কয়েকবার মাদক সহ গ্রেফতার হয়েছিল। সে এই এলাকার একজন মাদকের বড় ডিলার হিসাবে পরিচিত। তার মাধ্যমে এলাকায় যুবকেরা মাদক সেবন সহ আরও ছোট খাট মাদক ব্যবসায়ীর জন্ম হয়েছে বলে জানাগেছে।#



সতর্কীকরণ

সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।

কমেন্ট

অপরাধ জগত বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

অনলাইন জরিপ

  • ভালুকা ডট কম এর নতুন কাজ আপনার কাছে ভাল লাগছে ?
    ভোট দিয়েছেন ৮৯০৭ জন
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই