বিস্তারিত বিষয়
নওগাঁয় ‘হিজাব বিতর্ক’,সত্যতা পায়নি তদন্ত কমিটি
নওগাঁয় ‘হিজাব বিতর্ক’ ঘটনার সত্যতা পায়নি তদন্ত কমিটি
[ভালুকা ডট কম : ১১ এপ্রিল]
নওগাঁর মহাদেবপুরে দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে ‘হিজাব পরায়’ শিক্ষার্থীদের পেটানোর অভিযোগে বিদ্যালয়ে হামলার ঘটনা তদন্তে গঠিত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। স্কুলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বিদ্যালয়ের কিছু শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্য গুজব ছড়িয়ে শিক্ষিকা আমোদিনী পালের বিরুদ্ধে স্থানীয় মানুষকে উসকে দেওয়ার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। সোমবার রাত ৮টার দিকে তদন্ত কমিটির প্রধান মহাদেবপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল মালেকসহ কমিটির তিন সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে চার পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনটি জমা দেন।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও মিজানুর রহমান বলেন, কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে হিজাব পরায় শিক্ষার্থীদের পেটানোর অভিযোগের প্রমাণ মেলেনি। তদন্তে কমিটির কাছে মনে হয়েছে স্কুল ড্রেসের কারণেই গত ৬ এপ্রিল বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমোদিনী পাল ও শরীরচর্চার শিক্ষক বদিউল আলম শিক্ষার্থীদের প্রহার করেন। স্কুলের অভ্যান্তরীণ দ্বন্দ্বের কারণে শিক্ষিকা আমোদিনী পালকে ফাঁসানোর জন্য ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। যারা এই গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে তদন্ত কমিটি। এছাড়া গত ৭এপ্রিল বিদ্যালয়ে ১৫০থেকে ২০০জন ব্যক্তি হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই সব ব্যক্তির বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
তিনি আরও বলেন, স্কুলড্রেস না পরে আসায় শিক্ষিকা আমোদিনী পাল ও আরেক শিক্ষক বদিউল আলম শিক্ষার্থীদের প্রহার করেন। অথচ প্রধান শিক্ষক ধরণী কান্ত বর্মণ শুধু শিক্ষিকা আমোদিনী পালকে শোকজ করেন। এই ঘটনা তদন্ত কমিটির কাছে উদ্দেশ্যমূলক মনে হয়েছে। শুধু শিক্ষিকা আমোদিনী পালকে শোকজ করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে তদন্ত কমিটি। এছাড়া প্রতিবেদনে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের প্রহার করায় শিক্ষিকা আমোদিনী পাল ও শিক্ষক বদিউল আলমের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
কারা গুজব ছড়িয়েছে তদন্ত কমিটি সেই সব ব্যক্তিদের চিহ্নিত করতে পেরেছে কিনা এ বিষয়ে ইউএনও বলেন, ‘কিছু ব্যক্তিকে চিহ্নিত করা গেছে। তবে এই মূহূর্তে নাম বলা যাচ্ছে না। আইনি ব্যবস্থা গ্রহণ করা হলে সবাই জানতে পারবে।’ তিনি বলেন, তদন্ত কমিটি যেসব পর্যবেক্ষণ ও সুপারিশ দিয়েছে সেগুলো আমলে নিয়ে এই ঘটনায় যেখানে যেভাবে ব্যবস্থা গ্রহণের প্রয়োজন তা করা হবে।
প্রভাবমুক্ত হয়ে তদন্ত করতে পেরেছেন উল্লেখ করে তদন্ত কমিটির প্রধান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল মালেক বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও এলাকাবাসী সবাইকে আমরা ডেকেছি। সবার সব কিছু শোনা এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে আমরা প্রতিবেদন তৈরি করেছি। ইউএনও মহোদয় প্রতিবেদন গ্রহণ করেছেন।’#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
শিক্ষাঙ্গন বিভাগের অন্যান্য সংবাদ
-
কালিয়াকৈরে শিক্ষকদের বদলি কার্যক্রমের উদ্বোধন [ প্রকাশকাল : ২৯ জুন ২০২২ ০৭.২০ অপরাহ্ন]
-
নান্দাইলে সুবর্নজয়ন্তী প্রচার উপ-কমিটির সভা [ প্রকাশকাল : ২০ জুন ২০২২ ০৫.২০ অপরাহ্ন]
-
নান্দাইলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন [ প্রকাশকাল : ১২ জুন ২০২২ ০৭.৩৮ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান [ প্রকাশকাল : ১১ জুন ২০২২ ০৩.০০ অপরাহ্ন]
-
নান্দাইলে দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ [ প্রকাশকাল : ০৮ জুন ২০২২ ০৩.১৩ অপরাহ্ন]
-
রাণীনগরের যে স্কুলের শিক্ষার্থী মাত্র ১৪জন [ প্রকাশকাল : ০৬ জুন ২০২২ ০৪.৩০ অপরাহ্ন]
-
নওগাঁয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান [ প্রকাশকাল : ০৪ জুন ২০২২ ০৪.০০ অপরাহ্ন]
-
শ্রীপুরে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত [ প্রকাশকাল : ০২ জুন ২০২২ ০৪.২৭ অপরাহ্ন]
-
নান্দাইল শহীদ স্মৃতি সরকারী কলেজে সুবর্ন জয়ন্তী [ প্রকাশকাল : ০১ জুন ২০২২ ০৭.০০ অপরাহ্ন]
-
তজুমদ্দিনে মাদ্রাসার নিয়োগ নিয়ে অভিযোগ [ প্রকাশকাল : ৩০ মে ২০২২ ০৫.১০ অপরাহ্ন]
-
প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতায় শিক্ষা কার্যক্রম ব্যাহত [ প্রকাশকাল : ২৭ মে ২০২২ ০৪.০৪ অপরাহ্ন]
-
মনপুরায় শ্রেষ্ঠ কলেজ প্রধান হলেন মহিউদ্দিন [ প্রকাশকাল : ২৩ মে ২০২২ ০৫.১৭ অপরাহ্ন]
-
নান্দাইলে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ [ প্রকাশকাল : ১৮ মে ২০২২ ০৪.৪৭ অপরাহ্ন]
-
তজুমদ্দিনে আদালতের নির্দেশে মাদ্রাসার কমিটি স্থগিত [ প্রকাশকাল : ১৬ মে ২০২২ ০৫.০০ অপরাহ্ন]
-
কালিয়াকৈরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ [ প্রকাশকাল : ১২ মে ২০২২ ০৫.৩৩ অপরাহ্ন]