বিস্তারিত বিষয়
রাণীনগরে করোনা টিকা গ্রহনে সাড়া মিলছে না
রাণীনগরে সচেতনতার অভাবে করোনা টিকা গ্রহনে সাড়া মিলছে না প্রত্যন্ত এলাকার মানুষদের
[ভালুকা ডট কম : ২২ ফেব্রুয়ারী]
সারা দেশের মতো নওগাঁর রাণীনগর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধের টিকাদান কার্যক্রম চলছে। এই উপজেলায় প্রথম দফায় টিকার বরাদ্দ দেওয়া হয়েছে ৫হাজার ৯শত ৭০ডোজ। সোমবার পর্যন্ত আবেদন পড়েছে ৩হাজার ২শত ৮৫টি আর টিকা গ্রহণ করেছেন ২হাজার ৫শত ৮৮জন। স্বাস্থ্য সেবাদানকারী, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন, শিক্ষক সমাজ ও সচেতনমহলের মানুষরা আগ্রহ ভরে এই টিকা গ্রহণ করলেও সাড়া মিলছে না প্রত্যন্ত গ্রামের মানুষদের কাছ থেকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: মো: মাকসুদুর রহমান সনি বলেন জেলায় প্রথম এই হাসপাতালের এক সেবিকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়। এরপর এখন পর্যন্ত ৬৯জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৬৭জন আর মারা গেছেন ১জন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৪শত ৭৯টি। টিকাদানের শুরুতে মানুষের মাঝে তেমন আগ্রহ দেখা না গেলেও বর্তমানে সুশিল সমাজের মানুষরা আগ্রহ ভরে টিকা গ্রহণ করছেন কিন্তু সচেতনতার অভাবে সাড়া মিলছে না প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষদের মাঝে। সচেতনতা ও প্রচার-প্রচারনার অভাবে এই সব মানুষরা টিকা গ্রহনের গুরুত্ব সম্পর্কে এখনো ওয়াকিবহাল রয়েছেন। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড ভিত্তিক সদস্যরা, শিক্ষক সমাজের প্রতিনিধিরা, মসজিদের ইমামরা গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারেন। টিকা গ্রহনের জন্য কোথায় গিয়ে কিভাবে আবেদন করতে হবে সেই ক্ষেত্রে প্রতিটি ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রগুলো গুরুত্বপূর্ন ভ’মিকা রাখতে পারে। কারণ গ্রাম প্রধান দেশের প্রত্যন্ত এলাকার খেটে-খাওয়া, হত-দরিদ্র ও পিছিয়ে পড়া সিংহ ভাগ মানুষদের করোনা ভাইরাস প্রতিষেধক টিকা গ্রহনের কর্মসূচির বাহিরে রেখে করোনা ভাইরাস প্রতিরোধের কর্মসূচি কতটা ফলপ্রসূ হতে পারে তা অনেকটাই অনিশ্চিত।
উপজেলার প্রত্যন্ত অঞ্চল মিরাট ইউনিয়নের ধনপাড়া গ্রামের মধ্যবয়স্ক দিনমজুর ফজলুর রহমান, কলিম উদ্দিন মানুষের মুখে শোনার পর করোনা ভাইরাসের টিকা নিতে হাসপাতালে এসেছেন। হাতে জাতীয় পরিচয়পত্র নিয়ে তারা হাসপাতাল ঘুরছেন। কোথায় কিভাবে আবেদন করে করোনা টিকা নিতে হবে তা তাদের অজানা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন বলেন স্বাস্থ্য কমপ্লেক্সের ১টি কেন্দ্রের ৩টি বুথের মাধ্যমে এই টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৩শতাধিক মানুষ করোনা ভাইরাসের টিকা গ্রহণ করছেন। প্রতিদিনই এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই উপজেলায় টিকা গ্রহণের উপযুক্ত জনসংখ্যা হচ্ছে ১লাখ ৮০হাজারের বেশি মানুষ কিন্তু এখন পর্যন্ত ৬হাজার আবেদনই পড়েনি। সচেতনমহল ও সুশিল সমাজের মানুষই এই টিকা বেশি গ্রহণ করছেন। প্রত্যন্ত এলাকার খেটে-খাওয়া, পিছিয়ে পড়া ও হত-দরিদ্ররা টিকা গ্রহণ করছে না বললেই চলে। আমার স্বাস্থ্যকর্মীরা যে মানুষদের পাঠিয়ে দিচ্ছেন তারা শুধুমাত্র টিকা গ্রহণ করছেন। টিকা গ্রহনের রেজিস্টেশন কার্যক্রম অনেক জটিল হওয়ার কারণে এই সব মানুষরা আগ্রহী নন। তাই ইউনিয়ন ভিত্তিক তথ্যসেবা দান কেন্দ্রগুলো থেকে যদি এই সব মানুষদের টিকা গ্রহণের রেজিস্টেশন করার সুবিধা প্রদান করা হতো এবং গ্রাম ভিত্তিক সচেতনামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয় তাহলে টিকা গ্রহণে গ্রামভিত্তিক মানুষদের আগ্রহ আগামীতে আরো বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
স্বাস্থ্য বিভাগের অন্যান্য সংবাদ
-
রাণীনগরে করোনা টিকা গ্রহনে সাড়া মিলছে না [ প্রকাশকাল : ২২ ফেব্রুয়ারী ২০২১ ০৮:০০ অপরাহ্ন]
-
করোনার টিকা গ্রহণ ও করণীয় [ প্রকাশকাল : ২৮ জানুয়ারী ২০২১ ০৮:১৩ অপরাহ্ন]
-
তজুমদ্দিনে ব্যাধি সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ট্রেণিং [ প্রকাশকাল : ১১ জানুয়ারী ২০২১ ০৫:০৩ অপরাহ্ন]
-
রাণীনগর হাসপাতালে বেড়েছে স্বাস্থ্য সেবার মান [ প্রকাশকাল : ০৫ জানুয়ারী ২০২১ ১২:০০ অপরাহ্ন]
-
নওগাঁর রাণীনগরে হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন [ প্রকাশকাল : ১৯ ডিসেম্বর ২০২০ ০২:১০ অপরাহ্ন]
-
হাম রুবেলার টিকাদান শুরু [ প্রকাশকাল : ১৩ ডিসেম্বর ২০২০ ০৭:০০ অপরাহ্ন]
-
তজুমদ্দিনে হাসপাতালে বেড সংকটে রোগীদের দূর্ভোগ চরমে [ প্রকাশকাল : ১৪ নভেম্বর ২০২০ ০৫:১৩ অপরাহ্ন]
-
বিশ্ব হার্ট দিবস -২০২০ [ প্রকাশকাল : ৩০ সেপ্টেম্বর ২০২০ ০৬:০০ অপরাহ্ন]
-
গ্লোব বায়োটেক দাবি করেছে কোভিড-১৯'র টিকা আবিষ্কারের [ প্রকাশকাল : ০১ জুলাই ২০২০ ০৬:৪৪ অপরাহ্ন]
-
করোনাকালেও শিশুদের টিকা দিতে হবে [ প্রকাশকাল : ২৬ জুন ২০২০ ০৬:৩৫ অপরাহ্ন]
-
করোনার চিকিৎসায় বাষ্প নেওয়ার বৈজ্ঞানিক ভিত্তি নেই [ প্রকাশকাল : ১২ জুন ২০২০ ০৫:০৫ পূর্বাহ্ন]
-
যে ভেষজে শ্বাসনালী ও ফুসফুস পরিস্কার থাকে [ প্রকাশকাল : ১০ জুন ২০২০ ০৭:৫৩ অপরাহ্ন]
-
করোনা সংক্রমণরোধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান [ প্রকাশকাল : ১৬ মে ২০২০ ০৪:৫০ পূর্বাহ্ন]
-
৮ মে- বিশ্ব থ্যালাসেমিয়া দিবস [ প্রকাশকাল : ০৭ মে ২০২০ ০৩:৩০ অপরাহ্ন]
-
নওগাঁয় চালু হলো ২৪ঘন্টা ডাক্তার ব্যতিক্রমী কার্যক্রম [ প্রকাশকাল : ০৫ মে ২০২০ ০১:০৬ অপরাহ্ন]